HomeSports Newsকোহলির নাম নিতেই এই তারকাকে 'শোকজ' করল পাকিস্তান

কোহলির নাম নিতেই এই তারকাকে ‘শোকজ’ করল পাকিস্তান

- Advertisement -

বেশ কিছুদিন আগেই ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলিকে নিজেদের দেশে খেলতে আসার আহ্বান জানিয়েছিলেন সাবেক পাক ক্রিকেটার শাহিন আফ্রিদি। পাক ক্রিকেটারের সেই বার্তা সম্প্রীতির বার্তা হিসাবে ফুটে উঠেছিল দুই দেশের ক্রিকেটমহলে। এবার সেই কোহলিকে নিজের কথার মাঝে টেনে এনে বিপদে পড়লেন বর্তমান পাক ক্রিকেটার ফখর জামান। গতকালই পাকিস্তানের টেস্ট দল থেকে তারকা ব্যাটার বাবর আজমের বাদ পড়া নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে সরব হয়েছিলেন তিনি। এবিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তুলোধোনা করে বিরাট কোহলির প্রসঙ্গ টেনে আনেন। আর সেই সমালোচনার কারণেই তাঁকে শোকজ করেছে পিসিবি (Fakhar Zaman PCB Notice)।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টের দলে নেই বাবর আজম। একই সঙ্গে বাদ পড়েছেন শাহীন শাহ আফ্রিদিও। তাই বাবরকে বাদ দেওয়া নিয়ে নিজের এক্সে বোর্ডের সমালোচনা করেছিলেন ফখর। এছাড়াও বাবরকে বাদ দেওয়া নিয়ে বিরাট কোহলির প্রসঙ্গও টেনে আনেন সাবেক পাক অধিনায়ক।

   

তাই সব মিলিয়ে পিসিবি ফখরের এই সমালোচনা সইতে পারেনি। তাঁকে শোকজ করেছে পিসিবি। মানে সমালোচনা করার জন্য পাকিস্তানি ওপেনারকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। শোকজের জবাব ৭ দিনের মধ্যে দিতে বলা হয়েছে ফখরকে।

বিরাট কোহলির উদাহরণ টেনে ফখর তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘বাবর আজমকে বাদ দেওয়া হচ্ছে বলে শুনছি, এটা উদ্বেগজনক। ভারত তো বিরাট কোহলিকে ২০২০ থেকে ২০২৩ সালের খারাপ সময়ের জন্য বেঞ্চে বসায়নি। ওই সময় কোহলির গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ এবং ২৬.৫০।’ এছাড়াও তিনি লেখেন, ‘আমরা যদি দলের প্রধান ব্যাটসম্যানকে বসিয়ে রাখার চিন্তা করি, যে কি না তর্কযোগ্যভাবে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান, এটা দলের মধ্যে গভীর নেতিবাচক বার্তা দেয়। এখনো প্যানিক বাটনে চাপ দেওয়াটা এড়ানোর সময় আছে। প্রধান খেলোয়াড়দের অবমূল্যায়ন না করে তাদের রক্ষায় মনোযোগ দিতে হবে আমাদের।’

India vs Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচের আগে বড় পরিবর্তন করল আইসিসি

বর্তমানে সময়টা খুব খারাপ যাচ্ছে পাকিস্তান ক্রিকেট সমর্থকদের কাছে। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও হারতে হয়েছে ইমরান খানের দেশকে। টানা ১৮ টেস্ট ইনিংসে ফিফটি না পাওয়া বাবরের সঙ্গে নাসিম শাহ ও শাহিন আফ্রিদিকে বাদ দিয়ে পাকিস্তান দল ঘোষণা করা হয় রোববার বিকেলে। এর আগেই খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে চলে আসে। বাবরকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই ফখর (Fakhar Zaman) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রতিবাদ’ জানিয়েছিলেন।

Shoaib Akhtar: ট্রোলারদের জবাবে বিরাট কোহলি সম্পর্কে ‘বিস্ফোরক’ পাক-ক্রিকেটার শোয়েব

প্রসঙ্গত উল্লেখ্য যে,বোর্ডের সঙ্গে এমনিতেও সম্পর্কটা ভালো যাচ্ছে না ফখরের। গত মাসেই এক পিসিবি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র দিতে পিসিবি ক্রিকেট অপারেশন পরিচালক উসমান ওয়াহলা দেরি করা নিয়েই ছিল সেই অভিযোগ। তবে পিসিবি শোকজ করলেও (Fakhar Zaman PCB Notice) প্রত্যুত্তরে ফখর কি করতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular