এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়ে চরমে। তবে এবার শুধু মাঠের লড়াই নয়, ম্যাচ-পরবর্তী আচরণ নিয়েও দুই দেশের মধ্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ‘হ্যান্ডশেক’ না (Handshake) করা ঘিরে উত্তাল ক্রিকেটমহল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) পক্ষ থেকে প্রকাশ্যে প্রতিবাদ জানানো হয়েছে। অপরদিকে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব উল্লেখ করেছেন প্রতীকী প্রতিবাদ বলে।
India vs Pakistan Update: পাকিস্তানকে তছনছ করে অপারেশন দুবাইয়ে পহেলগাঁওয়ের বদলা
ম্যাচ রেফারির নির্দেশ, না রাজনৈতিক বার্তা?
পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ম্যাচের টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট দুই দলের অধিনায়কদের ‘হ্যান্ডশেক’ না করার নির্দেশ দেন। পাকিস্তানের অধিনায়ক সলমন এই নির্দেশ অমান্য করে এগিয়ে গেলেও ভারতীয় দল তা মানে। পাক বোর্ডের দাবি অনুযায়ী, ম্যাচ শেষে সূর্যকুমার যাদব ও তাঁর সহ-খেলোয়াড়রা পাকিস্তানি দলের সঙ্গে হাত মেলাননি। এমনকি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন ভারতীয় দলের সদস্যরা।
Asia Cup 2025 : ভারত হাত মেলায়নি, প্রতিবাদ জানাতে ‘বড় সিদ্ধান্ত’ নিল সলমন
পাক বোর্ড তাদের বিবৃতিতে জানায়, “ক্রিকেটীয় সৌহার্দ্য ও খেলোয়াড়ি মনোভাবের অবমাননা করা হয়েছে। এটি মোটেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। পাকিস্তান দল এমন আচরণে ব্যথিত।”
সূর্যদের প্রতিবাদের কারণ কী?
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচ শেষে জানান, তাদের এই সিদ্ধান্ত পূর্ব পরিকল্পিত ছিল। তিনি বলেন, “আমরা এখানে আসার সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলতেই আসছি। আমরা জবাব দিতে চেয়েছিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা একমত।”
Sunil Chhetri Return: ডাক পেলেন সুনীল, কেন বাগান ফুটবলারদের ছাড়া প্রাথমিক স্কোয়াড জামিলের?
পাক অধিনায়কের প্রতিবাদে অনুষ্ঠান বয়কট
ম্যাচ শেষে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন পাকিস্তানের অধিনায়ক সলমন পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেটাররা খেলা শেষে সোজা সাজঘরে চলে যান এবং সেখানে দরজা বন্ধ করে রাখেন, যাতে পাকিস্তানি ক্রিকেটাররা দেখা না করতে পারেন। সলমন বলেন, “ক্রিকেটে জয়-পরাজয় থাকবেই। কিন্তু সৌহার্দ্য থাকা উচিত। এই ধরনের আচরণ আন্তর্জাতিক মানের খেলায় শোভা পায় না।”
ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই চূড়ান্ত উত্তেজনা। তবে এবারের ম্যাচে ক্রিকেট কূটনীতি যেন খেলার চেয়েও বড় বার্তা দিয়ে গেল। দুই দেশের মধ্যে সম্পর্কের বর্তমান বাস্তবতা আবারও ফুটে উঠল মাঠের বাইরের এই আচরণে। ভারতীয় দলের পক্ষ থেকে যে ‘শহিদের প্রতি শ্রদ্ধা’ দেখানোর বার্তা ছিল। এশিয়া কাপের এই ঘটনা ভবিষ্যতে দুই দেশের খেলাধুলায় আরও প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।
No handshake by Indian team.
Pakistan waited for the handshake, but India went to the dressing room and closed the doors.
What a humiliation by Indian team 😂
Belt treatment for Porkis#INDvsPAK pic.twitter.com/yCs3uGJxGw
— Wahida 🇦🇫 (@RealWahidaAFG) September 14, 2025
PCB give statement on why India Cricketers boycott handshake with Pakistan in Asia Cup 2025