পাল্লেকেলেতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়েছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা (Pathum Nissanka)। শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে ওয়ানডেতে সনৎ জয়সূর্যর সবচেয়ে বড় ইনিংস খেলার রেকর্ডও ভেঙেছেন তিনি। ২০০০ সালের অক্টোবরে শারজায় ভারতের বিপক্ষে ওয়ানডেতে ১৬১ বলে ১৮৯ রান করেছিলেন জয়সূর্য। তাঁকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন নিসাঙ্কা। ১৩৬ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন পাথুম নিসাঙ্কা।
পাথুম নিসাঙ্কা ১৩৯ বলে অপরাজিত ২১০ রান করেন। এই ইনিংসে লঙ্কান ব্যাটসম্যান ২০টি চার ও ৮টি ছক্কা মারেন। নিসাঙ্কার আগ্রাসী ইনিংসের সুবাদে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ওয়ানডেতে ইনিংসের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক নিসাঙ্কা। তিনি ফখর জামানের সমকক্ষ ছিলেন। পাকিস্তানের বাঁহাতি এই ব্যাটসম্যানও খেলেছেন ২১০ রানের অপরাজিত ইনিংস। তবে এর জন্য ১৫৬ বল খেলেছিলেন ফখর। তবে ১৩৯ বলে ২১০ রান করেন নিসাঙ্কা।
Pathum Nissanka becomes the first-ever Sri Lanka batter to score a Men's ODI double hundred 🎉#SLvAFG pic.twitter.com/1VxXk664SQ
— ICC (@ICC) February 9, 2024
পাথুম নিসাঙ্কা ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা দশম ব্যাটসম্যান হয়েছেন এবং শ্রীলঙ্কার হয়ে এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ব্যাটসম্যান। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ওপেনার আভিশকা ফার্নান্দোর সঙ্গে প্রথম উইকেটে ১৮২ রানের জুটি গড়েন তিনি। এরপর তৃতীয় উইকেটে সাদিরা সামারবিক্রমাকে সঙ্গে নিয়ে ৭১ বলে ১২০ রানের জুটি গড়েন।