বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) আগে ক্রিকেট থেকে আট সপ্তাহের বিরতি নিয়েছেন অস্ট্রেলিয়ার (Australia) অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। দীর্ঘদিন ধরেই একটানা খেলছেন ফাস্ট বোলার কামিন্স। ভারতের (India vs Australia) বিপক্ষে টেস্ট সিরিজে নিজেকে তরতাজা রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন কামিন্স। আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে প্রায় দু’মাসব্যাপী বর্ডার-গাভাসকর ট্রফি।
টিম ইন্ডিয়ায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে বল করা বোলার? স্পষ্ট করলেন শাহ
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচটি টেস্ট খেলা হবে। তিন দশক পর পাঁচ টেস্টের সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দেশ। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে অভিষেক হলেও ৬ ম্যাচ শেষে নাম প্রত্যাহার করে নেন কামিন্স। আগামী মাসে ইংল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজ থেকে দূরে থাকবেন। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। কামিন্স মনে করেন, ইংল্যান্ড সফর থেকে নিজেকে দূরে রাখলে শারীরিক চাপ সামলানো সম্ভব হবে। ফক্স স্পোর্টসকে কামিন্স বলেছেন, ‘বিরতির পর শরীর সতেজ থাকে।’
কামিন্সের মতে, ‘প্রায় ১৮ মাস হয়ে গিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর থেকে আমি বিরামহীনভাবে বোলিং করছি। বিরতির পর বোলিং থেকে পুরোপুরি দূরে থাকব। সাত-আট সপ্তাহের বিরতি নিলে ভাল সময় পাওয়া যাবে এবং শরীর সুস্থ হয়ে উঠবে। এরপর শুরু হবে গ্রীষ্মের প্রস্তুতি। এতে করে আরও লম্বা সময়ের জন্য বোলিং করা সম্ভব হবে। চোট আঘাতের ঝুঁকি হ্রাস করে।’
ওডাফা-টোলগেদের গোলের পাস বাড়ানো সেই জুয়েল এখন কোথায়?
তাৎপর্যপূর্ণভাবে ভারতের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরটি খুব স্মরণীয় ছিল। ক্রিকেট ইতিহাসের অন্যতম দর্শনীয় সিরিজ হিসাবে রেকর্ড করা হয়েছিল। দিবা-রাত্রির টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে আট উইকেটে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু এরপরই দারুণভাবে প্রত্যাবর্তন করেছিল ভারত। তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি ব্যক্তিগত কারণে বাইরে থাকা সত্ত্বেও ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। শেষ টেস্টে তিন উইকেটের রোমাঞ্চকর জয় লাভ করেছিল টিম ইন্ডিয়া।