Babar Azam: ক্লিন বোল্ড, কামিন্সের ইনসুইংয়ে ধরাশায়ী বাবর

অস্ট্রেলিয়া সফরের প্রথম তিন ইনিংসে বাবর আজমের (Babar Azam) ব্যাটে সেই অর্থে রান দেখা যায়নি। অধিনায়ক হিসেবে দায়িত্ব না থাকলেও নিজের পরিচিত ফর্মে নেই পাকিস্তানের…

Pat Cummins' In-Swing Delivery Claims Babar Azam's Wicket

অস্ট্রেলিয়া সফরের প্রথম তিন ইনিংসে বাবর আজমের (Babar Azam) ব্যাটে সেই অর্থে রান দেখা যায়নি। অধিনায়ক হিসেবে দায়িত্ব না থাকলেও নিজের পরিচিত ফর্মে নেই পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন। প্রথম টেস্টে দুই ইনিংসেই প্রায় ২০ রান করেন তিনি। একই সঙ্গে দ্বিতীয় টেস্টেও তার ফ্লপ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। মেলবোর্নে টিম পাকিস্তানের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র এক রান করে বোল্ড হয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ক্লিন বোলিং করে প্যাভিলিয়নে যাওয়ার পথ দেখিয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যানকে। বাবর তার বিব্রতকর ইনিংসের সময় মোট সাতটি বলের মুখোমুখি হন। এদিকে, ১৪.২৮ স্ট্রাইক রেটে মাত্র এক রান করতে সক্ষম হয়েছেন তিনি। বাবরের ক্লাস সারা বিশ্বে প্রশংসিত হলেও মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে যেভাবে তাকে বোল্ড করা হয়েছে, তার সমালোচনা করছেন সবাই। প্রতিপক্ষ দলের হয়ে ইনিংসের ৩৭তম ওভার বল করছিলেন অধিনায়ক কামিন্স। কামিন্সের ইন সুইংয়ের প্রশংসাও করতে হবে অবশ্যই।

Advertisements

ওই ওভারের তৃতীয় বলে মিডল স্ট্যাম্পে আঘাত হানেন কামিন্স। এখানে বল থামানোর চেষ্টায় বাবর পুরোপুরি ব্যর্থ হন। ফলস্বরূপ বল সোজা গিয়ে লাগে উইকেটে। মেলবোর্নে এক সময় ১২৩ রানে মাত্র এক উইকেট হারিয়ে ভালো অবস্থানে ছিল পাকিস্তানের দল, কিন্তু এরপর দারুণ ভাবে ফিরে আসে আয়োজক অস্ট্রেলিয়া।