Home Sports News Parthib Gogoi: নর্থইস্ট প্রসঙ্গে কী বলছেন পার্থিব? জেনে নিন

Parthib Gogoi: নর্থইস্ট প্রসঙ্গে কী বলছেন পার্থিব? জেনে নিন

Parthib Gogoi

এবারের ইন্ডিয়ান সুপার লিগের মরশুম শুরু হওয়ার আগে থেকেই টুর্নামেন্টের সমস্ত হেভিওয়েট দল গুলির নজরে ছিলেন পার্থিব গগৈ (Parthib Gogoi)। বাদ যায়নি মোহন-ইস্ট। নয়া ট্রান্সফার উইন্ডোতে এই তরুণ প্রতিভাকে দলে টানতে চেয়েছিল সকলেই। কিন্তু শেষ রক্ষা হয়নি। গত কয়েকদিন আগেই তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি সম্পন্ন করেছে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। যতদূর জানা গিয়েছে, আগামী ২০২৭ সাল পর্যন্ত সেই দলের হয়েই খেলবেন এই তারকা। যা দেখে কার্যত হতাশ হতে হয়েছে কলকাতা ময়দানের দুই প্রধানের সমর্থকদের।

Advertisements

উল্লেখ্য, এবারের ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল সব ক্ষেত্রেই প্রায় ব্যাপক ছন্দে রয়েছেন এই তরুণ তারকা। প্রতিপক্ষের রক্ষনভাগ ভেদ করে জোড়ালো শটে গোল তুলে নিয়েছেন একে একে অনেকগুলো। বলতে গেলে সোনার বুটের অন্যতম দাবিদার হিসেবে রয়েছেন এখনো অব্দি। তাই পার্থিবকে নিয়ে যে উন্মাদনা থাকবে সকলের মধ্যে, তা বলাই চলে। তবে সেইসব ভুলে এখন সাদা-কালো দলের তরুণ তরকা ডেভিড লালাসাঙ্গাকে দলে পেতে বদ্ধপরিকর মশাল ব্রিগেড।

   

এসবের মাঝেই এবার নিজের দল নর্থইস্ট ইউনাইটেড নিয়ে মুখ খুললেন ভারতীয় তরুণ পার্থিব গগৈয়। তিনি বলেন,” এটি শুধু আমার ক্লাব নয়। এটি আমার আরেকটি বাড়ি। যা আমি অন্য কোনো ক্লাবকে ভাবতে পারি না। এখানে থেকেই আমি আমর পরবর্তী অধ্যায় শুরু করতে চাই।”

Advertisements