হাতছাড়া সোনা, ব্রোঞ্জ জিততে মরিয়া লক্ষ্য! কখন-কোথায় দেখবেন ম্যাচ?

সোমবার দশম দিনে পা রেখেছে চলতি প্যারিস অলিম্পিক টুর্নামেন্ট। ভারতের তারকা শাটলার লক্ষ্য সেনের (Lakshya Sen) সামনে যে অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে, তা বলা যেতেই পারে।…

Lakshya Sen Bronze Medal Match

সোমবার দশম দিনে পা রেখেছে চলতি প্যারিস অলিম্পিক টুর্নামেন্ট। ভারতের তারকা শাটলার লক্ষ্য সেনের (Lakshya Sen) সামনে যে অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে, তা বলা যেতেই পারে। ২২ বছর বয়সি এই টেনিস তারকা ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে মালয়েশিয়ার জি জিয়া লি’র বিরুদ্ধে খেলতে নামবেন। চলতি অলিম্পিক টুর্নামেন্টে ভারতের হয়ে চতুর্থ পদক তিনি জয় করতে পারেন কি না, সেইদিকে তাকিয়ে রয়েছে আপাতত গোটা দেশ। এই ম্যাচটা যদি লক্ষ্য জিততে পারেন, তাহলে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করতে পারবেন তিনি। আর সেইসঙ্গে সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধুর পর তৃতীয় ভারতীয় শাটলার হিসেবে ব্যাডমিন্টনে অলিম্পিক পদক জয় করতে পারবেন।

বর্তমানে বিশ্ব ব্যাডমিন্টন ব়্যাঙ্কিংয়ে ২২ নম্বরে রয়েছেন ভারতের এই তারকা শাটলার। চলতি অলিম্পিক টুর্নামেন্টে তিনি কার্যত বিধ্বংসী মেজাজে সেমি ফাইনালের রাস্তা মসৃণ করেছেন। গ্রুপ পর্যায়ে শীর্ষস্থানে থেকে তিনি যাত্রা শেষ করেছিলেন। বিশ্বের চতুর্থ স্থানাধিকারী শাটলার ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়েছিলেন তিনি। এরপর শেষ ১৬-র লড়াইয়ে তিনি ভারতীয় সতীর্থ এইচএস প্রণয়কে পরাস্ত করেন তিনি। এরপর কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনি চিনের চোউ তিয়েন-চেনকে পরাস্ত করেন। যদিও সেমিফাইনাল ম্যাচে তিনি স্ট্রেট গেমে ভিক্টর অ্যাক্সেলসনের কাছে পরাস্ত হয়েছেন।

তবে ব্রোঞ্জ জয়ের ম্যাচে লক্ষ্য সেনের সামনে চ্যালেঞ্জ কিন্তু খুব একটা কঠিন হবে না। আর হেড-টু-হেড লড়াই দেখলেই অনুমান করা যেতে পারে। লি জি জিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছেন লক্ষ্য। এরমধ্যে চারবারই জয়লাভ করেছেন ভারতীয় শাটলার।

Advertisements

আসুন, এই ম্যাচ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যে নজর রাখা যাক:
কবে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ খেলতে নামবেন লক্ষ্য সেন?
২০২৪ প্যারিস অলিম্পিকে লক্ষ্য সেনের ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচটি ৫ অগাস্ট অর্থাৎ সোমবার আয়োজন করা হবে।
কখন থেকে শুরু হবে লক্ষ্য সেনের ব্রোঞ্জ পদকের ম্যাচ?
২০২৪ প্যারিস অলিম্পিকে লক্ষ্য সেনের ব্রোঞ্জ পদকের ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে।
লক্ষ্য সেনের ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ কোথায় সরাসরি সম্প্রচার করা হবে?
লক্ষ্য সেনের ব্রোঞ্জ পদকের ম্যাচটি স্পোর্টস১৮ ১ এসডি এবং স্পোর্টস১৮ ১ এইচডি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
প্যারিস অলিম্পিকে লক্ষ্য সেনের ব্রোঞ্জ পদকের ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
২০২৪ প্যারিস অলিম্পিকে লক্ষ্য সেনের ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচের লাইভ স্ট্রিমিং জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে লক্ষ্য করা যাবে।