Paris Olympics 2024: ভারতের হয়ে দ্বিতীয় পদক জিতে নিলেন মনু ভাকের

প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়লেন মনু ভাকের ও সরবজ্যোত সিং জুটি। দু’জনেই ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের মিক্সড স্পোর্টস ইভেন্টে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন। দক্ষিণ…

Paris Olympics 2024 Manu Bhaker

প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়লেন মনু ভাকের ও সরবজ্যোত সিং জুটি। দু’জনেই ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের মিক্সড স্পোর্টস ইভেন্টে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার জুটিকে হারিয়ে এই কীর্তি গড়েছেন এই দু’জন।

   

মনু ভাকের এর আগে মহিলাদের সিঙ্গলস বিভাগে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিকে দুটি পদক জিতলেন মনু ভাকের। ব্রোঞ্জ মেডেল ম্যাচে মনু ভাকের ও সরবজ্যোত সিং জুটি ১৬-১০ ব্যবধানে দক্ষিণ কোরিয়া জুটিকে পরাজিত করেন। এই পুরো ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা তাদের আধিপত্য বজায় রেখেছিলেন এবং মানসিক দৃঢ়তা বজায় রেখেছিলেন।

প্রথম দুই রাউন্ডে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। এরপর প্রতি রাউন্ডে লিড নিয়ে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। বিপুল জয়ের জন্য মনু ভাকের ও সরবজ্যোত সিং-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমাদের শুটাররা ক্রমাগত আমাদের গর্বিত করছে। অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য মনু ভাকের এবং সরবজ্যোত সিং-কে অভিনন্দন। দু’জনেই দারুণ দক্ষতা ও টিমওয়ার্ক দেখিয়েছেন। মনুর জন্য এটি তাঁর টানা দ্বিতীয় অলিম্পিক পদক।’

ছেলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সরবজ্যোত সিং-এর বাবা। তিনি বলেছেন, ‘মনু ভাকের ও আমার ছেলে ব্রোঞ্জ জিতেছে। মনু ভাকের ও তাঁর পরিবারকে অনেক অনেক অভিনন্দন। আমরা খুব খুশি। আমাদের গ্রামে উৎসব হবে।’