HomeSports NewsBBC সেরা ইন্ডিয়ান স্পোর্টসওম্যান শুটার মনু

BBC সেরা ইন্ডিয়ান স্পোর্টসওম্যান শুটার মনু

- Advertisement -

২০২৪ প্যারিস অলিম্পিক (2024 Paris Olympic) জোড়া পদক জিতে নজির গড়েছিলেন ভারতীয় শুটার (Indian shooter) মনু ভাকর (Manu Bhaker)। এবার তিনি জিতলেন BBC ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড (BBC Indian Sportswoman of the Year award)। মনু ভাকর হলেন স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট, যিনি একক অলিম্পিক সংস্করণে দুটি পদক জিতেছেন। ২২ বছর বয়সী এই শুটার প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত ও ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেন।

মনু ভাকরেরর এই অসাধারণ কৃতিত্বের জন্য তাকে সম্প্রতি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান তথা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পুরস্কারে সম্মানিত করা হয়। এবারের BBC ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে মনু বিজয়ী হিসেবে নির্বাচিত হন। এই পুরস্কারটি তার খেলোয়াড়ী জীবনে আরেকটি বড় মাইলফলক। এই পুরস্কার জিতার পর ভারতীয় শুটার বলেন, “আমি BBC-কে এই সম্মানের জন্য ধন্যবাদ জানাই। আগেরবার আমি ইমার্জিং স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এবার আমি স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছি। আমি আশা করি, এটি শুধু আমাদের দেশের অনেক মহিলাকে প্রেরণা দিবে, পাশাপাশি সমস্ত অ্যাথলিটদের ও সবাইকে যারা বড় স্বপ্ন দেখে।”

   

এদিকে, BBC প্যারাস্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জয়ী হন আভানি লেখারা। প্যারিস প্যারালিম্পিকে ১০ মিটার রাইফেল ইভেন্টে তিনি দ্বিতীয়বারের মতো সোনা জয় করেছেন। আভানি লেখারা এখন পর্যন্ত প্যারালিম্পিক থেকে মোট তিনটি পদক অর্জন করেছেন, যার মধ্যে দুটি সোনা ও একটি ব্রোঞ্জ পদক রয়েছে।

BBC লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেট দল অধিনায়ক মিথালি রাজ। ভারতীয় প্যারা আর্চার শীতল দেবি পেয়েছেন BBC ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এছাড়াও চেস প্লেয়ার তানিয়া সাচদেব পেয়েছেন BBC চেঞ্জমেকার অ্যাওয়ার্ড।

এই পুরস্কারগুলো ভারতীয় ক্রীড়াবিশ্বে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। ম্যানু ভেকার, আভানি লেখারা, এবং অন্যান্য ক্রীড়াবিদদের এই অর্জন শুধুমাত্র ভারতীয় মহিলাদের জন্যই নয়, বিশ্বের সকল অ্যাথলিটদের জন্য একটি বড় প্রেরণা হয়ে থাকবে। তাদের অসাধারণ কৃতিত্ব সমাজে নারীদের ক্ষমতায়নের ও ক্রীড়া ক্ষেত্রে ভারতীয়দের এক নতুন উদাহরণ স্থাপন করেছে।

এবার ভারতীয় ক্রীড়াবিদরা শুধুমাত্র দেশে নয়, আন্তর্জাতিক মঞ্চেও নিজেদের প্রতিভা প্রমাণ করতে সক্ষম হচ্ছেন। ম্যানু ভেকারের মতো ক্রীড়াবিদদের ইতিহাস রচনা ভারতীয় ক্রীড়ার নতুন দিগন্ত উন্মোচন করছে এবং ভবিষ্যতে আরও অনেক খেলোয়াড় তাদের পথ অনুসরণ করবে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular