দীর্ঘ সময় ধরে যুক্ত থাকার পর অবশেষে এটিকে মোহনবাগানের সাথে সম্পর্কে ইতি টানতে চলেছেন প্রবীর দাস (Prabir Das)৷ শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি’তে যোগ দিতে চলেছেন তিনি। আসছে মরশুমে নিজেদের ডিফেন্স মজবুত করতে প্রবীর’কে নিতে আগ্রহী বেঙ্গালুরু।
ইতিমধ্যে তার সাথে কথা এগিয়েছে সংশ্লিষ্ট এই ক্লাবের।খোদ প্রবীর নিজেও নাকি এবিষয়ে এটিকে মোহনবাগানের সাথে কথাবার্তা চালিয়েছেন।শোনা যাচ্ছে মিউচুয়াল টার্মিনেশনের দ্বারা দল বদল করার চেষ্টা করছে প্রবীর,তার ফ্রি ট্রান্সফার পাওয়ার সম্ভাবনা প্রবল।
যদি দল বদল বাস্তবায়িত হয় প্রবীর দাসের,তাহলে ২০১৬ সালের পর ফের আরও একীঅ ঐবার দল বদল করতে চলেছেন তিনি।পৌলান অ্যারোজ, ডেম্পো, গোয়া এবং দিল্লি ডায়নামোসে খেলার পর সবুজ মেরুন শিবিরে।২০১৬ তে লোনে যোগদান এটিকে’তে,এরপর পরবর্তী সময়ে এটিকে এবং মোহনবাগান এক হয়ে যাওয়ার পরও তিনি খেলেছিলেন সবুজ মেরুন শিবিরে।
প্রবীরের এই সবুজ মেরুন শিবির ছাড়ার খবর নতুন নয়, এর আগেও সবুজ মেরূন শিবির ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিল প্রবীর, গতবছর রয় কৃষ্ণা’র জন্মদিনের দিন এমনটা বলতে শোনা গেছিলো প্রবীর’কে।কিন্তু সেইবার পরিস্থিতি সামাল দিয়েছিল সবুজ মেরুন’।