আট বছর আগে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির ( ICC Champions Trophy ) ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই দলের অধিনায়ক ছিলেন সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed)। রবিবার দুবাইয়ে ভারত-পাকিস্তান ( India vs Pakistan) ক্রিকেট যুদ্ধের মাঠে হাজির ছিলেন তিনি। ম্যাচ দেখতে এসে সম্প্রীতির বার্তা দিয়েছেন এবং বর্তমান পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম সম্পর্কে নিজের মতামতও প্রকাশ করেছেন।
বাবর আজম বর্তমানে কিছু সমালোচনার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনশোর বেশি রান তাড়া করতে নেমে তার মন্থর ব্যাটিং নিয়ে আলোচনা চলছে। তবে দুঃসময়ে সরফরাজ আহমেদ বাবরের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “বাবর একটু আলাদা ধরনের ক্রিকেটার। তাকে ইনিংস তৈরি করার জন্য সময় দিতে হবে। পাকিস্তান টিম কম্বিনেশন এমন করতে হবে যাতে বাবর পুরো ৫০ ওভার খেলতে পারে। যেমন কোহলি ভারতীয় দলে প্রথমদিকে একটু সময় নেয়, কিন্তু একবার সেট হয়ে গেলে ম্যাচ নিয়ন্ত্রণ করতে শুরু করে। বাবরও পাকিস্তান টিমে ঠিক একই কাজ করতে পারে।”
এছাড়াও, সরফরাজ তার ইচ্ছার কথা জানিয়ে বলেন, “পাকিস্তানিরা ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে দেখতে চায়। ২০০৪ সালের স্মৃতি খুব ভালো মনে আছে। তখন ভারতীয় দল পাকিস্তান সফরে এসেছিল এবং পাকিস্তানের জনগণ ভারতীয় ক্রিকেটারদের খুব ভালোবাসে।”
এভাবে সরফরাজ আহমেদ তার খেলোয়াড়ি জীবন ও ক্রিকেটের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির আশাও ব্যক্ত করেছেন।