ফের ভারত বয়কট পাকিস্তানের! কোথায় ঘটল এমন ঘটনা?

pakistan-withdraws-from-junior-hockey-world-cup-india-2025

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিল পাকিস্তান (Pakistan)। রাজনৈতিক উত্তেজনা এবং প্রশাসনিক অনুমতির অভাবে এবারও ভারতের বিরুদ্ধে খেলতে রাজি নয় তারা। ক্রিকেটের মতোই হকিতেও দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ফের প্রকাশ্যে এল এই সিদ্ধান্তের মাধ্যমে।

Advertisements

আগামী ২৮ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই এবং মাদুরাইয়ে বসতে চলেছে জুনিয়র হকি বিশ্বকাপের আসর। মোট ২৪ দেশের অংশগ্রহণের কথা থাকলেও, পাকিস্তান সরে দাঁড়ানোর ফলে এখন সংখ্যা নেমে এসেছে ২৩। পাকিস্তানের পরিবর্তে কোন দেশ সুযোগ পাবে, তা এখনও জানায়নি আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH)। সংস্থার তরফে জানানো হয়েছে, খুব দ্রুতই পরিবর্ত দলের নাম ঘোষণা করা হবে।

নিয়মরক্ষার ম্যাচের পূর্বে কোহলিকে নিয়ে বিরাট ঘোষণা সুনীলের

গ্রুপ ‘বি’তে ভারত, চিলি, সুইজারল্যান্ডের সঙ্গে ছিল পাকিস্তান। স্বাভাবিকভাবেই ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াই নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল প্রবল আগ্রহ। কিন্তু পাকিস্তানের নাম প্রত্যাহারে হতাশ হকিপ্রেমীরা। হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে বলেন, “পাকিস্তানের জন্য ভারতের দরজা সব সময় খোলা। কিন্তু তারা খেলতে আসবে কি না, সেটা তাদের ব্যাপার। আমরা অনন্তকাল অপেক্ষা করতে পারি না।”

পাকিস্তান হকি ফেডারেশনের সচিব রানা মুজাহিদ জানান, “বর্তমান পরিস্থিতি অনুকূল নয়। এশিয়া কাপ ক্রিকেটে ভারতীয় খেলোয়াড়দের আচরণই প্রমাণ করেছে, তারা আমাদের প্রতি কী মনোভাব পোষণ করে। তাই আমরা সরকারের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছি।” ফেডারেশনের এক শীর্ষ কর্তা আরও বলেন, “ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কারণে এবং নিরাপত্তাজনিত আশঙ্কায় আমরা ভারতে দল পাঠাতে পারি না।”

Advertisements

উল্লেখ্য, এর আগে এশিয়া কাপ হকি থেকেও দল প্রত্যাহার করেছিল পাকিস্তান। তখন তাদের পরিবর্তে সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এবারও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাকিস্তান না আসায় এশিয়ার কোটা থেকে অন্য কোনও দেশ সুযোগ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুলতান জোহর কাপে ভারত ও পাকিস্তানের জুনিয়র দল ৩-৩ গোলে ড্র করেছিল। সেই ম্যাচেই প্রমাণ মিলেছিল দুই দেশের তরুণ হকি খেলোয়াড়দের লড়াই কতটা উত্তেজনাপূর্ণ হতে পারে। তাই ছোটদের বিশ্বকাপে সেই প্রতিদ্বন্দ্বিতা দেখার আশা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু পাকিস্তানের এই সিদ্ধান্তে সেই সম্ভাবনা ভেস্তে গেল।