India vs Pakistan : টস হারলেন রোহিত, সহজ সিদ্ধান্ত রিজওয়ানের

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) তে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আবারও ভাগ্য সাধ দিল না রোহিতদের।…

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) তে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আবারও ভাগ্য সাধ দিল না রোহিতদের। এই নিয়ে ভারত মোট ১১ টি ম্যাচে টস হারল। অন্যদিকে পাকিস্তানের হয়ে ফখরের হয়ে মাঠে নামবে ইমাম-উল-হক।

টস জিতে পাকিস্তান অধিনায়ক রিজওয়ান বলেন,” আগে ব্যাটিং করব, পিচটা ভালো মনে হচ্ছে। ভাল একটি লক্ষ্য নির্ধারণ করতে চাই। আইসিসি ইভেন্টে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, আমরা সবকিছু স্বাভাবিক রাখব। ছেলেরা এই পরিবেশের সঙ্গে পরিচিত, এখানে আমরা ভালো করেছি এবং আজকে আমাদের সেরাটা দিতে চাই। শেষ খেলা আমরা হারেছি, কিন্তু সেটা এখন আমাদের জন্য অতীত। একটি পরিবর্তন – ফখর বাইরে, ইমাম ভিতরে।

   

অন্যদিকে টসে হারার পর ভারত অধিনায়ক রোহিত বলেন,” এটা তেমন কিছু না, তারা টস জিতেছে তাই আমরা আগে বোলিং করব। শেষ খেলার মতোই দেখাচ্ছে, পিচটা একটু ধীর গতির। আমাদের ব্যাটিং ইউনিট অভিজ্ঞ, তাই আমরা জানি যে পিচ ধীর হলে কী করতে হবে। দলের কাছে ব্যাট ও বল দুইটা থেকেই পূর্ণ পারফরম্যান্স আশা করি। শেষ খেলা আমাদের জন্য সহজ ছিল না, যা সবসময় ভালো। আপনি চাপের মধ্যে থাকতে চান এবং নিজেকে পরীক্ষা করতে চান। আমরা একই দল নিয়ে খেলছি।

প্রথম একাদশ

ভারতঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহাম্মদ শামি, কুলদীপ যাদব

পাকিস্তানঃ ইমাম-উল-হক, বাবর আজম, সৌদ শাকিল, মহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার/অধিনায়ক), সালমান আগা, তায়্যিব তাহির, খুশদিল শাহ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রাউফ, আবরার আহমেদ