এশিয়া কাপ ২০২৫ সুপার ফোর (Asia Cup Super Four) পর্বে মঙ্গলবার শেখ জায়েদ স্টেডিয়ামে এক উত্তেজনাকর লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা (Pakistan vs Sri Lanka)। দু’দলই তাদের প্রথম ম্যাচে হেরে এসে এই ম্যাচে জয়ের বিকল্প দেখছে না (Cricket News)। ফলে ম্যাচটি কার্যত ‘ভার্চুয়াল নকআউট’ পরিণত হয়েছে।
পাকিস্তান তাদের সুপার ফোরের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ উইকেটে পরাজিত হয়। অন্যদিকে, শ্রীলঙ্কা শেষ বলে রোমাঞ্চকর ম্যাচে হেরে যায় বাংলাদেশের কাছে। ফলে দু’দলেরই ফাইনালে ওঠার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে।
দলীয় অবস্থা ও চ্যালেঞ্জ
পাকিস্তান শিবিরে সবচেয়ে বড় চিন্তার বিষয় তাদের ব্যাটিং লাইনআপ। মহম্মদ রিজওয়ান ও বাবর আজমের অনুপস্থিতিতে ওপেনিং জুটি নিয়ে নিরীক্ষা চলছে। সাইম আয়ুব ও সাহিবজাদা ফারহান কিছুটা ছন্দে ফিরলেও মিডল অর্ডারের ধারাবাহিকতা নেই। ফখর জামান কিছুটা ফর্মে থাকলেও চাপের মুখে ভেঙে পড়ছে পাকিস্তানের ব্যাটিং।
অন্যদিকে, শ্রীলঙ্কা দলও তাদের ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন। টপ অর্ডারে পাথুম নিশঙ্ক ধারাবাহিক পারফর্ম করলেও মিডল অর্ডার ভেঙে পড়ছে। বাংলাদেশের বিপক্ষে দাসুন শানাকার ৩৭ বলে ৬৪ রানের ইনিংস কিছুটা সামাল দিয়েছিল বিপর্যয়, কিন্তু সেটা যথেষ্ট ছিল না।
বোলিং হুমকি ও কৌশল
পাকিস্তান পেস আক্রমণ শাহিন আফ্রিদি, হারিস রউফ আবুধাবির কন্ডিশনে কার্যকর হলেও ভারতের বিরুদ্ধে তারা ব্যর্থ ছিল। স্পিন বিভাগে এখন পর্যন্ত সবচেয়ে চমকপ্রদ পারফর্ম করেছেন বাঁহাতি স্পিনার সাইম আয়ুব, যার ঝুলিতে আছে ৪ ম্যাচে ৬ উইকেট।
শ্রীলঙ্কার বোলিং বিভাগে রয়েছেন একাধিক তারকা। বিশেষ করে থুষারা এখন পর্যন্ত ৬ উইকেট নিয়ে অন্যতম সফল বোলার। তবে বাংলাদেশের বিরুদ্ধে তাঁরা ব্যর্থ হয়েছিলেন চাপ সামলাতে।
পিচ ও টসের প্রভাব
শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ শুরুতে ব্যাটসম্যানদের সহায়ক হলেও ধীরে ধীরে মন্থর হয়ে যায়। ফলে ম্যাচের দ্বিতীয় ভাগে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায়, টস জিতে আগে বল করাটাই হবে অধিনায়কদের পছন্দ। আবুধাবিতে পাকিস্তানের রেকর্ড দুর্দান্ত। ৯টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে তারা জিতেছে ৭টিতে, যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ও রয়েছে।
দুই দলের সম্ভাব্য একাদশ (Prediction Playing XI)
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, ফখর জামান, সালমান আলি আঘা (অধিনায়ক), মহাম্মদ হরিস (উইকেটকিপার), খুশদিল শাহ, হাসান নওয়াজ, মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ
শ্রীলঙ্কা: পাথুম নিশঙ্ক, কুসাল মেন্ডিস (উইকেটকিপার), কামিল মিশারা, কুসাল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, হাসরাঙ্গা , মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, নুয়ান থুষারা
হেড-টু-হেড পরিসংখ্যান
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৩ বার। পাকিস্তান জিতেছে ১৩টি ও শ্রীলঙ্কা ১০টি ম্যাচ। তবে শেষ পাঁচ দেখায় জয় এসেছে শ্রীলঙ্কার পক্ষেই, যার মধ্যে রয়েছে ২০২২ সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারানোর স্মৃতি।
যদিও পাকিস্তানের আবুধাবিতে রেকর্ড ভালো, তবে সাম্প্রতিক পারফর্মেন্স ও দলগত ভারসাম্যের দিক থেকে শ্রীলঙ্কাই এগিয়ে। তবে পাকিস্তান যে কোন সময় চমক দেখাতে পারে, সেটা জানা কথাই। তাই এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীরা।
ম্যাচ শুরু: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর
সময়: রাত ৮টা (ভারতীয় সময় অনুযায়ী)
স্থান: শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি
As per skipper Asalanka, Sri Lanka may opt to play an extra bowling all-rounder and an off-spinner vs Pakistan in a must-win encounter tomorrow in Abu Dhabi.
Chamika and Maheesh might come into the side in place of Mishara and Wellalage. #AsiaCup2025 @ThePapareSports pic.twitter.com/xIkjJZzRV5
— Damith Weerasinghe (@Damith1994) September 22, 2025
Pakistan vs Sri Lanka in Asia Cup Super Four must win match preview and Prediction Playing XI