UAE বিরুদ্ধে খেলবেন সলমনরা? সিদ্ধান্ত নিল পাকিস্তান

এশিয়া কাপে (Asia Cup 2025) হুঁশিয়ারি দিয়েও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল পাকিস্তান (Pakistan) ক্রিকেট বোর্ড (PCB)। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ…

Pakistan to face UAE in Asia Cup 2025 after ICC steps on Andy Pycroft

এশিয়া কাপে (Asia Cup 2025) হুঁশিয়ারি দিয়েও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল পাকিস্তান (Pakistan) ক্রিকেট বোর্ড (PCB)। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছেন সলমন আলি আঘারা (Salman Ali Agha)।

সম্প্রতি ভারত-পাক ম্যাচ ঘিরে বিতর্কের কেন্দ্রে উঠে আসেন আইসিসির নির্ধারিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট। ম্যাচ চলাকালীন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের হ্যান্ডশেক না করা এবং খেলা শেষে ভারতীয় ড্রেসিংরুমের ‘বন্ধ দরজা নীতিতে’ ক্ষুব্ধ হয় পাকিস্তান। এর প্রতিবাদে ম্যাচ রেফারি পাইক্রফ্টের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাঁকে অবিলম্বে সরানোর দাবি জানায় পিসিবি।

   

পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি বলেন, “আইসিসির দ্বারস্থ হয়েছে পিসিবি। ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসির আচরণবিধি এবং এমসিসির নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাঁকে অবিলম্বে এশিয়া কাপ থেকে অপসারণ করা হোক।” শুধু অভিযোগেই থেমে থাকেনি পাকিস্তান, হুমকি দিয়েছিল, পাইক্রফ্টকে সরানো না হলে আমিরশাহির বিরুদ্ধে মাঠেই নামবে না তারা।

তবে বাস্তব পরিস্থিতি বদলে দেয় তাদের হিসাব। সোমবার আমিরশাহি ওমানকে হারিয়ে দেওয়ায় জটিল হয়ে ওঠে গ্রুপের পয়েন্ট টেবিল। সুপার ফোরে পৌঁছতে হলে পাকিস্তানের কাছে জয়ের বিকল্প ছিল না। এমন অবস্থায় ম্যাচ বয়কটের অর্থ হত এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া। পাশাপাশি, প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নিলে প্রায় ১ কোটি ৬০ লক্ষ ডলারের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হত পিসিবিকে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪০ কোটি টাকা। বর্তমান আর্থিক পরিস্থিতিতে এত বড় ক্ষতির বোঝা বইবার মতো সচ্ছলতা নেই পিসিবির।

ফলে হুঁশিয়ারির সুর নরম করতে বাধ্য হয় তারা। আইসিসির সঙ্গে বৈঠকে ‘সহনশীল সমঝোতা’য় পৌঁছায় দুই পক্ষ। সিদ্ধান্ত হয়, পাকিস্তানের বাকি ম্যাচগুলিতে আর দায়িত্বে থাকবেন না অ্যান্ডি পাইক্রফ্ট (Andy Pycroft)। তাঁর পরিবর্তে ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন আর এক অভিজ্ঞ আইসিসি রেফারি রিচি রিচার্ডসন।

Advertisements

এই পরিবর্তনকে একপ্রকার ‘সম্মানসূচক সমাধান’ হিসেবেই দেখা হচ্ছে। কারণ, এসিসি প্রধান তথা পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সম্মানার্থেই আইসিসি এই রদবদল করতে সম্মত হয়েছে বলে খবর। যদিও, পাইক্রফ্টের বিরুদ্ধে পাকিস্তানের তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই মনে করছে আইসিসি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যান্ডশেক কিংবা ম্যাচ শেষে সৌজন্য বিনিময় কোনও বাধ্যতামূলক নিয়ম নয়, এটি সম্পূর্ণরূপে ঐচ্ছিক। তাই এই অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারির বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার প্রশ্নই ওঠে না।

এদিকে, বিতর্ক আরও উসকে দেয় পাকিস্তান দলের সাংবাদিক সম্মেলন বয়কটের সিদ্ধান্ত। মঙ্গলবার ম্যাচের আগের দিন কোনও সাংবাদিক সম্মেলনে অংশ নেয়নি পাকিস্তান শিবির। যার ফলে জল্পনা আরও বাড়ে, তারা আদৌ বুধবার মাঠে নামবে কিনা। তবে শেষ পর্যন্ত সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে খেলতে রাজি হয় তারা।

Pakistan to face UAE in Asia Cup 2025 after ICC steps on Andy Pycroft