এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) সুপার ফোরে (Asia Cup Super Four) জায়গা করে নিলেও, অন্য কারণে চিন্তা বাড়ছে পাকিস্তানের (India vs Pakistan)। বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৪১ রানে জয় নিশ্চিত করেছে। তবুও ব্যাটিং বিপর্যয় দলকে ভেতরে ভেতরে নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ভারতের বিরুদ্ধে ২১ সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের টপ ও মিডল অর্ডারের ব্যর্থতা ঘিরে উঠছে বড় প্রশ্ন।
গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে আগেই একবার মুখ থুবড়ে পড়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। সেই ধারাবাহিকতা বজায় থেকেছে আরবের বিরুদ্ধেও। টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১৪৬ রান তুলতে সক্ষম হয় ৯ উইকেট হারিয়ে। একমাত্র ফখর জামান (৩৬ বলে ৫০) কিছুটা লড়াই করলেও, বাকিরা কার্যত মুখ থুবড়ে পড়েন। মিডল অর্ডারে পরপর উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে যায় পাকিস্তান।
শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ঝড়ো ২৯ রানের ইনিংস দলকে সম্মানজনক স্কোরে পৌঁছাতে সাহায্য করে। তবে তা যথেষ্ট নয় বলে মনে করছেন অধিনায়ক সলমন আঘা। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা জিতেছি ঠিকই, কিন্তু ব্যাটিং নিয়ে খুবই চিন্তিত। মিডল অর্ডার এখনো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। ভারতের বিরুদ্ধে নামার আগে আমাদের উন্নতি করতে হবে।”
বোলারদের প্রশংসা করে পাকিস্তান অধিনায়ক বলেন, “বোলাররা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। তারাই আমাদের জয়ের নায়ক। তবে শুধু বোলিংয়ে ভরসা করে বড় ম্যাচে জেতা যাবে না। ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে, বিশেষ করে মাঝের ওভারগুলোতে।” তিনি আরও বলেন, “যদি আমরা মিডল ওভারে ভালো খেলি, তাহলে স্কোর ১৫০ নয়, অনায়াসে ১৭০-১৮০ তে পৌঁছানো সম্ভব।”
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মহম্মদ ওয়াসিমও দলীয় ব্যাটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “পাওয়ারপ্লেতে তিনটি উইকেট হারিয়ে ফেলাটা আমাদের ব্যাকফুটে ঠেলে দেয়। বোলাররা অসাধারণ খেলেছে, পাকিস্তানকে ১৪৬-এ আটকে রেখেছিল। কিন্তু ব্যাটারদের ব্যর্থতাই আমাদের পরাজয়ের কারণ।”
২১ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান মহারণ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। পাকিস্তান যদি ব্যাটিং সমস্যার সমাধান করতে না পারে, তবে ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জয় পাওয়া কঠিন হয়ে পড়বে। তবে অধিনায়ক সলমন আঘা আত্মবিশ্বাসী, “গত চার মাস ধরে আমরা দুর্দান্ত খেলছি। আত্মবিশ্বাস আছে যে আমরা যে কোনও দলকে হারাতে পারি।” ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই ম্যাচ শুধু সুপার ফোর নয়, মানসিক লড়াইয়ের মঞ্চও বটে। এখন দেখার বিষয়, চাপের মুখে পাকিস্তান দল নিজেদের গুছিয়ে নিতে পারে কিনা।
India vs Pakistan: Salman Agha’s Bold Statement Before Super Four Showdownhttps://t.co/wZhSDwot3U
India vs Pakistan: Pakistan secured their place in the Super Four stage of the Asia Cup 2025 with a nervy but win against the UAEhttps://t.co/0Pj3OJa0bU#AsiaCupTickets,
— Xchange Tickets (@XchangeTickets1) September 18, 2025
Pakistan struggles with batting ahead of India vs Pakistan in Asia Cup 2025 Super Four