অবশেষে খেলতে নামল পাকিস্তান, কি শাস্তি হল ম্যাচ রেফারির?

এশিয়া কাপে (Asia Cup 2025) দীর্ঘ নাটকীয়তা ও চরম অনিশ্চয়তার পর অবশেষে মাঠে নামল পাকিস্তান (Pakistan) ক্রিকেট দল। বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহির…

Pakistan start Palys with UAE in Asia Cup 2025 after handshake controversy

এশিয়া কাপে (Asia Cup 2025) দীর্ঘ নাটকীয়তা ও চরম অনিশ্চয়তার পর অবশেষে মাঠে নামল পাকিস্তান (Pakistan) ক্রিকেট দল। বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে ম্যাচে নামার আগে একাধিক নাটকীয় পর্বের সাক্ষী থাকল সমগ্র ক্রিকেট বিশ্ব। মূল বিতর্কের কেন্দ্রে ছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এবং ভারত-পাকিস্তান ম্যাচের পরবর্তী প্রতিক্রিয়া। হ্যান্ডশেক বিতর্কের জেরে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েও শেষমেশ খেলতে সম্মত হয় পাকিস্তান।

বিতর্কের সূচনা: হ্যান্ডশেক না করানোর নির্দেশ

সম্প্রতি অনুষ্ঠিত ভারত-পাক ম্যাচে দুই অধিনায়ককে ম্যাচ শেষে হ্যান্ডশেক না করার নির্দেশ দেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। পিসিবির অভিযোগ, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন পাইক্রফট। যা আন্তর্জাতিক ক্রিকেটের সৌহার্দ্য ও কূটনৈতিক ভঙ্গিমাকে প্রশ্নের মুখে ফেলে দেয়।

   

এই ঘটনাকে কেন্দ্র করে বেঁকে বসে পাকিস্তান। দলের জ্যেষ্ঠ ক্রিকেটার শাহিন আফ্রিদি প্রকাশ্যে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, বুধবার পাক ক্রিকেটারদের হোটেল থেকে বেরিয়ে আসা পর্যন্ত বন্ধ হয়ে যায়।

পিসিবি দাবি জানায়, পাইক্রফটকে অবিলম্বে এশিয়া কাপের দায়িত্ব থেকে সরাতে হবে। আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদনও করে তারা। তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, পাইক্রফটের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং তিনি তার দায়িত্ব পালন করতেই থাকবেন। এরপরই পাক বোর্ড চূড়ান্তভাবে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়।

বাস থেকে নামিয়ে ফের হোটেলে ফেরানো হয় খেলোয়াড়দের

পিসিবি সূত্রে খবর, ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পর খেলোয়াড়দের বাস থেকে নামিয়ে হোটেলে ফেরানো হয়। এমনকি টিম ম্যানেজমেন্টকেও নির্দেশ দেওয়া হয়, কেউ যেন মাঠের দিকে না যান। পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে যখন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পাক দল স্টেডিয়ামে পৌঁছয় না।

নাটকীয় ইউটার্ন: ক্ষমা চাইলেন পাইক্রফট, পিছোল টস

চূড়ান্ত উত্তেজনার মধ্যেই পরিস্থিতির নাটকীয় মোড় নেয়। পাক বোর্ডের অনুরোধে ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, সেখানে তিনি পাকিস্তানের কাছে ক্ষমা চান এবং বলেন, হ্যান্ডশেক সংক্রান্ত সিদ্ধান্ত ছিল ‘একটি ভুল বোঝাবুঝির ফল’। তিনি দাবি করেন, সৌজন্যমূলক আচরণ নয়, বরং নিরাপত্তাজনিত উদ্বেগ থেকেই এমন নির্দেশ দেওয়া হয়েছিল।

Advertisements

অবশেষে মাঠে নামে পাকিস্তান

এই বিবৃতির পরেই পাক বোর্ড সবুজ সঙ্কেত দেয়। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পৌঁছয় দল। যদিও নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে হয় টস। টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় পাকিস্তানকে। টসের সময়ও দুই অধিনায়ক বা ম্যাচ অফিসিয়ালদের কেউই এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি।

Pakistan start Palys with UAE in Asia Cup 2025 after handshake controversy