ফের ‘নাটক’? ভারত ম্যাচের ২৪ ঘণ্টা আগে বড় সিদ্ধান্ত পাকিস্তানের

এশিয়া কাপে (Asia Cup) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই উত্তেজনার পারদ চরমে। মাঠে যতটা রোমাঞ্চ, মাঠের বাইরেও চলে সমান চাপানউতোর। এবার সেই ধারাবাহিকতায় ফের…

Pakistan skips press conference before India clash in Asia Cup Super Four

এশিয়া কাপে (Asia Cup) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই উত্তেজনার পারদ চরমে। মাঠে যতটা রোমাঞ্চ, মাঠের বাইরেও চলে সমান চাপানউতোর। এবার সেই ধারাবাহিকতায় ফের বিতর্কের কেন্দ্রে পাকিস্তান দল। সুপার ফোরে (Asia Cup Super Four) ভারতের (India Cricket News) মুখোমুখি হওয়ার ২৪ ঘণ্টা আগে আচমকাই নির্ধারিত সাংবাদিক সম্মেলন (Bengali Sports News) বাতিল করল তারা। প্রশ্ন উঠছে, এটা কি কেবল ‘প্রতীকী প্রতিবাদ’, নাকি নতুন কোনও ‘নাটকের’ সূত্রপাত?

শনিবার সন্ধ্যা ৬টায় দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে পাকিস্তান দলের সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল। একই সময়ে অনুশীলনও ছিল নির্ধারিত। কিন্তু, সাংবাদিক সম্মেলন বাতিল করে দিল পাকিস্তান। কোনো কারণ দর্শানো হয়নি। একই রকম ঘটনা ঘটেছিল আমিরশাহির বিরুদ্ধে ম্যাচের আগেও। তখনও কোনও পাক ক্রিকেটার সামনে আসেননি। এবার ভারতের বিরুদ্ধে মহারণের আগেও পুনরাবৃত্তি ঘটল সেই ঘটনার।

   

জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দলের মনোবল বাড়াতে এবং মানসিক চাপ সামাল দিতে এক ‘মোটিভেশনাল স্পিকার’ নিয়োগ করেছে। মনোবিদ ডঃ রহিল করিম ইতিমধ্যেই সাইম আয়ুব, সলমনদের মতো ক্রিকেটারদের ক্লাস নিচ্ছেন। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে লজ্জাজনক হার, তার উপর মাঠের বাইরের বিতর্ক। সব মিলিয়ে পাকিস্তান শিবিরে যেন আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট।

বিশেষজ্ঞরা বলছেন, এই সাংবাদিক সম্মেলন বয়কট আসলে ‘প্রতীকী প্রতিবাদ’। করমর্দন বিতর্কের জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথম ভারত-পাক ম্যাচের পরে সূর্যকুমার যাদব পাক অধিনায়কের সঙ্গে করমর্দন না করায় ব্যাপক সমালোচনা হয়েছিল। সেই বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও তিনি পরে ব্যাখ্যা দেন, সেটি ‘ভুল বোঝাবুঝি’। পাকিস্তান দাবি করে, পাইক্রফ্ট ক্ষমা চেয়েছেন, যা পরবর্তীতে অস্বীকার করে আইসিসি।

Advertisements

এই বিতর্ক থামার আগেই ফের একই ম্যাচে পাইক্রফ্টকেই ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বাভাবিক ভাবেই পাকিস্তানের ক্ষোভ বেড়েছে। অনেকের মতে, সেই রাগ এবং অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবেই সাংবাদিক সম্মেলন বয়কট করা হয়েছে।

তবে এটা শুধু মানসিক যুদ্ধের অংশ, নাকি পিছনে রয়েছে রাজনৈতিক চাপ সেটা এখনও স্পষ্ট নয়। পাকিস্তান সংবাদমাধ্যমে এমন খবর ঘুরছে যে, দল ও বোর্ডের মধ্যে সমন্বয়ের অভাব এবং রাজনৈতিক মহলের চাপ দলের ওপর প্রভাব ফেলছে। টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তান হুমকি দিয়েছিল এশিয়া কাপ বয়কট করার। কিন্তু শেষপর্যন্ত তারা খেলায় অংশ নেয়। সেই অপমানবোধ হয়তো এখনও রয়ে গেছে দলের অন্দরে।

Pakistan skips press conference before India clash in Asia Cup Super Four