ভারতে স্বাধীনতা উদযাপনের ঠিক একদিন আগে ১৪ অগস্ট পাকিস্তানের (Pakistan) স্বাধীনতা দিবস। গোটা পাকিস্তানের কাছে স্পেশাল এই দিনটি ভারতীয় ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জন্যও বিশেষ। কারণ, এই দিনেই ঐতিহাসিক ইনিংস উপহার দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার্স। বাইশ গজে ভারত-পাকিস্তান দ্বৈরথ সংক্রান্ত আলোচনায় এখনও অমলীন সচিনের সেই কীর্তি।
ধ্বংসের মুখে বাবর সাম্রাজ্য, রোহিত ধামাকায় মজে ক্রিকেট বিশ্ব
পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনেই সেই দুর্দান্ত রেকর্ড গড়েছিলেন সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দারুণ এক রেকর্ড গড়েছিলেন তিনি। ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি ও টেস্টে ৫১টি সেঞ্চুরি সহ মোট ১০০টি সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। ১০০ সেঞ্চুরি করার যাত্রা ৩৪ বছর আগে ১৪ অগস্ট শুরু করেছিলেন সচিন।
ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সচিন প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন, যা আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরিও বটে। প্রায় সাড়ে তিন দশক আগে পাকিস্তানের স্বাধীনতা দিবসে ১৯৯০ সালের ১৪ অগস্ট ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন সচিন তেন্ডুলকর। সচিনের এই ইনিংসের সুবাদে জিততে পারেনি ইংল্যান্ড, ড্র হয়েছিল ম্যাচ।
ভারতের ‘হ্যাটট্রিক’, শেষ হতে পারে অস্ট্রেলিয়া-রাজ! বড় মন্তব্য
এটাও এখন অনেকেই জানেন যে এই ইনিংস খেলার সময় সচিন তেন্ডুলকরের বয়স ছিল মাত্র ১৭ বছর। ইংল্যান্ডের ৪০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ বছর বয়সী সচিন সেই ম্যাচে ২২৫ মিনিট ব্যাট করে ম্যাচ ড্র করেছিলেন। ১৮৯ বল মোকাবেলা করে ১১৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। সেই সময়কার ইংল্যান্ডের হেভিওয়েট দলের বিরুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ছিলেন সচিন। ১৯৯০ সালের ১৪ অগস্ট এই ইনিংস খেলেছিলেন তিনি। তাই পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ অগস্ট তাঁর কাছেই বিশেষ তারিখ বলে মনে করা হয়।