দল বলদু নেতা আপনারা অনেকেই দেখেছেন কিন্তু জার্সি বলদু সমর্থক কেউ দেখেছেন কি? এমন ঘটনা ঘটল ভারত-পাকিস্তান (India vs Pakistan)ম্যাচে। ভারত এবং পাকিস্তানের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ( ICC Champions Trophy) ম্যাচে ভারতীয় দলের দাপুটে জয়ের সাক্ষী থাকল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। ভারতীয় বোলারদের দুর্দান্ত খেলা পাকিস্তানকে ২৪১ রানে অলআউট করে দেয়। এরপর বিরাট কোহলির অসাধারণ শতকের সৌজন্যে ছয় উইকেটে জয়লাভ করে ভারত।
তবে এরই মধ্যে ম্যাচের মাঝেই এক অনন্য দৃশ্য ঘটে। একজন পাকিস্তানি সমর্থক নিজের প্রিয় দলের জার্সি বদলে ভারতের জার্সি পরে মাঠে গলা ফাটাতে শুরু করেন। পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের পর সমর্থকের হতাশা ফুটে উঠেছে এবং তার এই আচরণ দ্রুত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।
Pakistan fan wears India’s jersey over Pakistan’s during CT match in Dubai pic.twitter.com/WwbJ00QWCW
— Anubhav Saxena (@anubhav_shah) February 24, 2025
ভারতের কাছে পরাজয় পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছানোর আশা ঝুঁকির মধ্যে ফেলেছে। মহাম্মদ রিজওয়ান নেতৃত্বাধীন পাকিস্তান দল যদি আগামীদিনে বাংলাদেশকে পরাজিত করতে না পারে এবং নিউজিল্যান্ড যদি বাংলাদেশকে পরাজিত করে, তবে পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।
পাকিস্তান অধিনায়ক মহাম্মদ রিজওয়ান বলেন, “যদি আপনি জয়ী হতে পারেন, তবে করুন, আর যদি না পারেন, তবে চিন্তা করবেন না। অন্যের ছায়ায় বসে থাকার আমি পক্ষে নই। আমরা নিজেদের খেলা ভালো খেলতে পারি, কিন্তু ম্যাচের ফলাফলে বাইরের কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই,” ।