এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ঘিরে করমর্দন বিতর্ক এখন শান্ত হয়নি। বিতর্কের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট (Andy Pycroft)। পাক বোর্ড দাবি করেছিল, টসের সময় পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘাকে (Salman Ali Agha) নাকি প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে করমর্দন করতে মানা করেন পাইক্রফট। সেই অভিযোগ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এমনকী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আইসিসির কাছে সরাসরি অভিযোগ জানিয়েছে এবং পাইক্রফটকে পুরো এশিয়া কাপ থেকে সরানোর দাবি জানিয়েছিল।
তবে আইসিসি সেই দাবি কার্যত উড়িয়ে দিয়েছে। পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে সরানো হয়নি। তবুও পাকিস্তান যেন একরকম ‘সান্ত্বনা পুরস্কার’ পেয়েছে। খবর অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে আর থাকছেন না পাইক্রফট। পিসিবির অনুরোধে সেই ম্যাচে রেফারির দায়িত্ব দেওয়া হচ্ছে রিচি রিচার্ডসনকে।
এই সিদ্ধান্ত যদিও সরকারি ভাবে ঘোষিত হয়নি। তবে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, বিতর্ক মেটাতে একপ্রকার ‘মধ্যমপন্থা’ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ পাক বোর্ড প্রথমে যতই বয়কটের হুমকি দিক না কেন, পরে তারা এই উত্তপ্ত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান চেয়েছিল।
পাকিস্তান দলের পক্ষ থেকেও কিছু প্রতীকী প্রতিবাদ দেখা গিয়েছে। আমিরশাহির বিরুদ্ধে ম্যাচের আগের দিন কোনও পাক ক্রিকেটার সাংবাদিক সম্মেলনে আসেননি। যদিও সরকারি ভাবে বলা হয়েছে, অনুশীলনের ব্যস্ততার কারণে সাংবাদিক সম্মেলনে হাজির থাকতে পারেননি কেউ। কিন্তু ক্রিকেট মহলের মতে, এটাই পাকিস্তানের নীরব প্রতিবাদ।
এদিকে এশিয়া কাপের পয়েন্ট টেবিল পাকিস্তানের জন্য মোটেই স্বস্তির নয়। ২ ম্যাচে মাত্র ২ পয়েন্ট তাদের। একই সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট অর্জন করেছে সংযুক্ত আরব আমিরশাহি। তবে নেট রান রেটে এগিয়ে রয়েছে পাকিস্তান। তাই বুধবারের ম্যাচ কার্যত ‘ডু অর ডাই’। সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচ জেতা ছাড়া অন্য কোনও রাস্তা নেই সলমনদের কাছে।
করমর্দন বিতর্কের সঙ্গে ম্যাচ রেফারির ভূমিকা নিয়ে পিসিবি যে এতটা কড়া অবস্থান নেবে, তা অনেকেই ভাবেননি। সাধারণত, মাঠের মধ্যে এমন নির্দেশ ম্যাচ রেফারি দিয়ে থাকেন না বলেই জানেন অধিকাংশ বিশ্লেষক। তবু পাইক্রফট যদি সত্যিই এমন কিছু বলে থাকেন, তাহলে তা নিঃসন্দেহে এক প্রকার আচরণবিধি লঙ্ঘনের শামিল।
🚨BIGGEST MATCH OF THIS ASIA CUP🚨
– Today, it’s an knockout match between Pakistan🇵🇰 and UAE🇦🇪
– If the UAE wins, Pakistan will be booking their tickets to Karachi Airport, but if Pakistan wins, then on 21st Sept, it will be IND vs PAK once again
– What’s your prediction 🤔 pic.twitter.com/5iZkWri8KM
— Richard Kettleborough (@RichKettle07) September 17, 2025