Shoaib Akhtar: ভারতের ট্রফি প্রদান অনুষ্ঠানে দেশের ক্রিকেট বোর্ডকে খোঁচা ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’

Shoaib Akhtar on PCB for Champions Trophy 2025 Award Ceremony

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (Champions Trophy 2025) আয়োজক দেশের তকমা পেয়েছিল পাকিস্তান (Pakistan)। তবুও সেই দেশে আয়োজিত হল না টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। বরং মরুশহরে নিউজিল্যান্ড (New Zealand) বধে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা জয় ভারতের (Inida)। এই নিয়েই শুরু হল নতুন করে বিতর্ক। রবিবার দুবাইয়ে ট্রফি প্রদানের মঞ্চে (Award Ceremony) উপস্থিত ছিলেন না আয়োজক দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) কোন কর্মকর্তা। এই নিয়ে নিজের বোর্ডকে কটাক্ষ করতে ছাড়লেন না প্রাক্তন পাক ক্রিকেটার (Pakistan Former Cricketer) শোয়েব আখতার (Shoaib Akhtar)।

পিসিবির প্রতিনিধি অনুপস্থিতি নিয়ে বিস্ময় প্রকাশ পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টারের। এক ভিডিও পোস্টে তিনি প্রশ্ন তোলেন, পাকিস্তানকে আয়োজক দেশ হিসেবে চিহ্নিত করা হলেও কেন পিসিবির কোন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন না?

   

এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান ছিল আয়োজক দেশ। তবে, নিরাপত্তা উদ্বেগের কারণে পাকিস্তান সফরের জন্য রাজি হয়নি ভারত। তাই হাইব্রিড মডেল অনুসরণ করে বিরাট-রোহিতরা সব ম্যাচ খেলে দুবাইয়ে। পাকিস্তান গ্রুপ পর্যায় থেকে ছিটকে যাওয়ার পর, প্রথম সেমিফাইনাল এবং ফাইনালদুবাইয়ে অনুষ্ঠিত হয়।

পাকিস্তান দলের বাদ পড়া এবং ভারতের সেমিফাইনালে যাওয়া সত্ত্বেও, অনেকেই মনে করেন যে, এটি এক গুরুত্বপূর্ণ পরিস্থিতি ছিল যেখানে পিসিবির প্রতিনিধির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একদিকে পাকিস্তান আয়োজক দেশ হিসেবে উপস্থিত না থাকলে, অন্যদিকে ভারত তাদের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছে, যা দেশের জন্য অনেক গর্বের বিষয়।

শোয়েব আখতার এই অনুপস্থিতিকে বড় অদ্ভুত বলে মনে করছেন এবং তিনি প্রশ্ন করছেন কেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন না? ভিডিয়োতে শোয়েব আখতার বলেন, “ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। কিন্তু আমি এক অদ্ভুত জিনিস দেখলাম, পিসিবি থেকে কেউ ছিল না। আমার প্রশ্ন পিসিবি থেকে কেউ কেন ট্রফি উপহার দিতে আসেনি? পাকিস্তান আয়োজক দেশ ছিল, কিন্তু সেখানে কোনো ব্যক্তি ছিলো না। এটা নিয়ে ভাবুন, সত্যিই মন খারাপ লাগছে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleVarun Chakravarthy: মেঘ সরিয়ে বরুনের বানভাসীতে উড়ে গেল কিউইরা
Next articleবসন্তের আমেজের মধ্যেই বঙ্গে বাড়ছে উষ্ণতার পারদ
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।