ধর্ষণের অভিযোগ (Rape Allegations) থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার (Pakistan Cricketer) হায়দার আলি (Haider Ali)। গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (CPS) যৌথভাবে জানিয়েছেন, হায়দারের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ না থাকায় মামলাটি বন্ধ করে দেওয়া হল। ইংল্যান্ড সফরের সময় তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল, যা অবশেষে আইনি তদন্তে খারিজ হয়ে গেল।
দেশের মাটিতে নীল-সাদা জার্সিতে শেষ ম্যাচ, প্রতিপক্ষ ভুলে হৃদয়স্পর্শী বার্তা মেসির
২৪ বছর বয়সি এই ব্যাটার পাকিস্তান ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে ছিলেন। সফরের সময়, গত ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারের একটি হোটেলে এক ব্রিটিশ-পাকিস্তানি তরুণীকে ধর্ষণের অভিযোগ তোলেন তিনি। অভিযোগকারী তরুণীর দাবি, ওই হোটেলে প্রথম সাক্ষাতের পর ১ আগস্ট আশফোর্ডে দ্বিতীয়বার তাঁদের দেখা হয়। এরপরই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
এরপর ৪ আগস্ট কেন্টের স্পিটফায়ার কাউন্টি গ্রাউন্ডে ম্যাচ চলাকালীন হায়দারকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করে জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনও ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না। তবে তাঁকে আইনি সহায়তা দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল বোর্ড।
২২ গজে হলুদ জার্সিতে শেষ হল মাহি ম্যাজিক? ফাঁস হল গোপন রিপোর্ট!
তদন্ত চলাকালীন হায়দার আলি সব অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, “এই অভিযোগ মিথ্যা এবং আমার জন্য অত্যন্ত অপমানজনক। আমি ওই তরুণীকে কেবল একজন বন্ধু হিসেবেই চিনতাম।” তিনি পুরো তদন্ত প্রক্রিয়ায় পুলিশকে সহযোগিতা করেন এবং জামিনে মুক্তি পান।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ’র প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ তদন্ত শেষে পুলিশ এবং CPS নিশ্চিত করেছে হায়দার আলির বিরুদ্ধে অভিযোগকে প্রমাণ করার মতো কোনও পর্যাপ্ত তথ্য বা সাক্ষ্য মেলেনি। ফলত, মামলাটি সরকারি ভাবে বন্ধ করে দেওয়া হল এবং হায়দারকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। তাঁর পাসপোর্টও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শেষ ‘হোম ম্যাচ’ নয় মেসির! আর্জেন্টিনা কোচের মন্তব্যে বাড়ছে জল্পনা
আইনি লড়াইয়ে হায়দারের পাশে ছিলেন খ্যাতনামা অপরাধ আইন বিশেষজ্ঞ মোঈন খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, খেলোয়াড় কল্যাণ নীতিমালার অধীনে হায়দারের সব অধিকার রক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, হায়দার আলি ২০২০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এখন পর্যন্ত তিনি ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৫০৫ রান করেছেন। এছাড়াও তিনি পাকিস্তানের হয়ে ২টি ওয়ানডে খেলেছেন এবং ছিলেন ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও।
Pakistan Cricketer Haider Ali cleared of rape allegations in UK after lack of evidence