আর মাত্র কিছুদিন বাকি। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মহিলাদের একদিনের বিশ্বকাপ (ICC Womens World Cup)। ভারতের (India) মাটিতে ১২ বছর পর ফের বসছে এই ক্রিকেটের মহাযজ্ঞ। আয়োজনে কোনও ঘাটতি রাখেনি আইসিসি। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা চূড়ান্ত। তবে তার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল পাক বোর্ড। বিশ্বকাপের উদ্বোধনী (Opening Ceremony) অনুষ্ঠানে থাকছে না পাকিস্তানের মহিলা ক্রিকেট দল (Pakistan Cricket Team)। কূটনৈতিক উত্তেজনার আবহেই এই সিদ্ধান্ত বলে জানাচ্ছে পাক সংবাদমাধ্যম ‘জিও সুপার’।
দোহায় ‘ডু অর ডাই’ ম্যাচে এই তিন ফুটবলার হতে পারেন নায়ক!
বিশ্বকাপের প্রথম দিনেই অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের গুয়াহাটিতে এই বর্ণাঢ্য আয়োজনের মূল আকর্ষণ বলিউড সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি গাইবেন এবারের অফিসিয়াল থিম সং ‘ব্রিং ইট হোম’। অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী মহিলা ক্রিকেটের জনপ্রিয়তাকে আরও একধাপ উঁচুতে নিয়ে যেতে চাইছে আইসিসি। কমেছে টিকিটের দাম, বেড়েছে পুরস্কার মূল্য।
সূত্রের খবর, ভারত-পাক রাজনৈতিক উত্তেজনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। বিশেষ করে কাশ্মীর উপত্যকার পহেলগাঁও অঞ্চলে জঙ্গি হামলা এবং তারপর ভারতীয় সেনার অপারেশন ‘সিঁদুর’ পরিস্থিতিকে আরও জোরালো করেছে। সেই কারণেই এবার গুয়াহাটিতে অনুষ্ঠানে অংশ নিতে আসছেন না পাকিস্তানের মহিলা দলের অধিনায়ক ফাতিমা সানা বা দলের কোনও সদস্য।
কত নম্বরে খেলবেন সঞ্জু? গম্ভীরকে ‘বিরাট পরামর্শ’ ভারতীয় কিংবদন্তির
এই পরিস্থিতি অনেকটা চলতি বছরের শুরুর দিকের চ্যাম্পিয়ন্স ট্রফির মতো। সেবারও ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। একই হাইব্রিড মডেল এবারও প্রযোজ্য হচ্ছে মহিলা বিশ্বকাপে। পাকিস্তান দলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে। এমনকি তারা সেমিফাইনালে বা ফাইনালে উঠলেও ম্যাচ হবে কলম্বোতেই।
গুয়াহাটির মাটিতে ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগেই হবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। শ্রেয়া ঘোষাল ছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন সাংস্কৃতিক শিল্পী, থাকবে আলোকসজ্জা ও দেশজ ঐতিহ্যের প্রদর্শনী। ভারতের হয়ে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।
বিশ্বকাপের টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মাত্র ১০০ টাকা দামে মিলছে ম্যাচের টিকিট, আইসিসির ইতিহাসে সর্বনিম্ন। ২০২২ সালে নিউজিল্যান্ডে টিকিটের দাম ছিল অনেক বেশি, বড়দের জন্য ৮৫০ টাকা পর্যন্ত। তুলনায় এবারে উদ্যোগটা মহিলা ক্রিকেটকে ঘিরে মানুষের আগ্রহ বাড়াতে এক বড় পদক্ষেপ। বিশ্বকাপে অংশ নিচ্ছে ৮ দল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
Pakistan Cricket Team Will Not Participate In ICC Womens World Cup Opening Ceremony in India