ইংরেজিতে কথা বলতে সমস্যা, বিদেশি কোচে অনীহা পাক পেসারের!

পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) তারকা পেসার নাসিম শাহ সম্প্রতি এক আজব সমস্যায় পড়েছেন। আসলে, বিদেশি কোচের সঙ্গে কথা বলতে এবং নিজেদের সমস্যার কথা…

Pakistan Cricket Team

পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) তারকা পেসার নাসিম শাহ সম্প্রতি এক আজব সমস্যায় পড়েছেন। আসলে, বিদেশি কোচের সঙ্গে কথা বলতে এবং নিজেদের সমস্যার কথা জানাতে তাঁর বড্ড অসুবিধা হচ্ছে। কারণ একটাই। ইংরেজি ভাষায় তাঁর একেবারেই দখল নেই। এই পরিস্থিতিতে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে একজন দোভাষী নিয়োগের আবেদন করেছেন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তান ক্রিকেট বোর্ড সাদা বলের জন্য গ্যারি কার্স্টেনকে এবং লাল বলের জন্য জেসন গিলেসপিকে নিয়োগ করেছে। ২০২৪ টি-২০ বিশ্বকাপেই পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করেছেন গ্যারি কার্স্টেন। অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে দলের দায়িত্ব গ্রহণ করবেন জেসন গিলেসপি।

   

অস্ট্রেলিয়া সিরিজের আগে দিন-রাতের টেস্ট? টিম ইন্ডিয়ার সামনে নয়া চ্যালেঞ্জ

সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে নাসিম শাহ বললেন, ‘বিদেশি কোচেদের সঙ্গে সবসময়ই ভাষাগত একটি সমস্যা রয়েই যায়। এই দলে আমরা এমন একজনকে চাই যিনি কোচের আদেশগুলো আমাদের ভাষায় বুঝিয়ে দিতে পারবেন। নিজেদের ভাষায় যদি কোচের সঙ্গে কথা বলা সম্ভব হয়, তাহলে আর কোনও অসুবিধাই থাকবে না।’

পাকিস্তানের ২১ বছর বয়সি এই পেস ব্যাটারি স্বীকার করেছেন যে গত কয়েক মাসে ক্রিকেটের কোনও ফরম্যাটেই পাকিস্তান খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারছে না। তবে তিনি আশা করছেন যে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে মেন ইন গ্রিন দুর্দান্ত পারফরম্যান্স করতে পারবে।

নাসিম বললেন, ‘গত কয়েকমাসে আমরা একেবারে ভালো পারফরম্যান্স করতে পারিনি। সেটা আমাদের মেনে নিতেই হবে। সেকারণে দলের ক্রিকেটারদেরও যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে যতদিন না পর্যন্ত আমরা ভালো পারফরম্যান্স করতে পারব, ততদিন এই সমালোচনা আমাদের সহ্য করে যেতেই হবে। আশা করি, বাংলাদেশের বিরুদ্ধে ভালো পারফরম্য়ান্স করে আমরা ঘুরে দাঁড়াতে পারব। গত ১৩ মাস আমরা কোনও টেস্ট ক্রিকেট খেলিনি। তবে এই সিরিজের জন্য আমি যথেষ্ট পরিশ্রম করছি।’