ভারতের বিরুদ্ধে শাহিনদের জেতার কি মন্ত্র দিলেন বিশ্বকাপ জয়ী সদস্য?

রবিবার ফাইনালের (Asia Cup Final) মঞ্চে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। এই মহারণকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে দুই…

Pakistan Bowler Shaheen Afridi tasked by Wasim Akram ahead Asia Cup Final against India

রবিবার ফাইনালের (Asia Cup Final) মঞ্চে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। এই মহারণকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে দুই দেশে। আর এই উত্তেজনার মাঝেই পাকিস্তান শিবিরে যেন একটু বেশি চিন্তার ছায়া ফেলেছেন ভারতের তরুণ তুর্কি ব্যাটার অভিষেক শর্মা (India Cricket News)। গত কয়েক ম্যাচে দারুণ ছন্দে থাকা অভিষেক কার্যত পাক বোলারদের ঘুম কেড়ে নিয়েছেন। বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi) ও হ্যারিস রউফের মতো তারকা পেসারদের জন্য এই বাঁহাতি ব্যাটার হয়ে উঠেছেন বড় চ্যালেঞ্জ (Bengali Sports News)।

Advertisements

এই অবস্থায় পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম (Wasim Akram) স্পষ্ট বার্তা দিলেন শাহিন শাহ আফ্রিদিকে। তার মতে, ফাইনালে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে হলে শুরুতেই ভারতের উইকেট তুলতেই হবে পাকিস্তানকে। আর সেই কাজটা করতে হবে শাহিনকেই।

   

ওয়াসিম আক্রম বলেন, “ফাইনাল যখন ভারত-পাকিস্তান, তখন যে কোনও কিছুই হতে পারে। যদিও এই মুহূর্তে ভারত পরিষ্কার ফেভারিট, তবু ক্রিকেটে কিছুই অসম্ভব নয়। পাকিস্তানকে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে, স্মার্ট ক্রিকেট খেলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভারতকে ব্যাকফুটে ঠেলে দিতে হলে প্রথম ৫-৬ ওভারেই উইকেট তুলতে হবে। আমি চাই শাহিন শাহ আফ্রিদি সেই দায়িত্ব নিক। সে পারলে ভারতের টপ অর্ডার ভেঙে দিতে।”

বিশ্বের অন্যতম সেরা নতুন বলের বোলার শাহিনের কাছে তাই এই ফাইনালে বিশেষ দায়িত্ব থাকছে। পাওয়ারপ্লের মধ্যেই যদি অভিষেক শর্মা, শুভমন গিল কিংবা সূর্যকুমার যাদবদের মত ব্যাটারদের ফেরাতে পারেন। তাহলে ম্যাচের দিক ঘুরে যেতে পারে পাকিস্তানের পক্ষে। আক্রমের মতে, চাপ তৈরি করতে হলে শুরুতেই ছন্দ পেতে হবে পেসারদের।

এই ফাইনালের আগে বাংলাদেশের বিরুদ্ধে ১১ রানের জয় তুলে নিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছেছে পাকিস্তান। সেই ম্যাচের পর আত্মবিশ্বাসী শোনালেন অধিনায়ক সলমন আলি আঘাকেও। ম্যাচ শেষে সলমন জানান, “এই ধরনের জয় আমাদের দলের শক্তি প্রমাণ করে। আমরা সব বিভাগেই উন্নতি করছি। ফিল্ডিংয়ে বাড়তি নজর দিচ্ছি। মাইক হেসন পরিষ্কার বলে দিয়েছেন, যে ফিল্ডিং করবে না, সে দলে থাকবে না।”

সলমন আরও জানান, “আমাদের স্কোয়াডে এমন ব্যালেন্স আছে যে আমরা যে কোনও দলকে হারাতে পারি। এখন সেই মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে। ভারতকে হারানো কঠিন, কিন্তু অসম্ভব নয়।”

ফাইনালের আগেই দুই দলকে নিয়ে চড়ছে উত্তেজনা, প্রস্তুত হচ্ছেন দুই দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত। রবিবার সন্ধ্যায় সম্ভবত ইতিহাসের পাতায় লেখা হতে চলেছে নতুন অধ্যায়, যেখানে একদিকে অভিষেক শর্মার আক্রমণ। আর অন্যদিকে শাহিন আফ্রিদির আগুনে স্পেল। এবার দেখার, শেষ হাসি কে হাসে।

Pakistan Bowler Shaheen Afridi tasked by Wasim Akram ahead Asia Cup Final against India