এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বের শেষে পাকিস্তান (Pakistan) আমিরশাহি ম্যাচকে ঘিরে তৈরি হয়েছিল চরম নাটকীয়তা। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে (Andy Pycroft) ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) আপত্তি ও প্রতিবাদের জেরে শোনা গিয়েছিল ম্যাচ বয়কটের (Asia Cup 2025 Boycott) হুমকিও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, ম্যাচ নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে শুরু হয়। তবে মাঠে নেমে পাকিস্তান দল তাদের দায়িত্ব পালন করেছে যথাযথভাবে। ৪১ রানে জয় ছিনিয়ে নিয়েছে আমিরশাহির বিরুদ্ধে।
ম্যাচ শেষে পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ (Haris Rauf) পুরো পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হ্যারিস জানান, “আমি মোটেই চাপে ছিলাম না। বিষয়টা আমার নিয়ন্ত্রণে ছিল না। এই ধরনের সিদ্ধান্ত বোর্ডের। ওটাই ওদের মাথাব্যথা। আমি শুধু ম্যাচ খেলতে চেয়েছিলাম। শুরু থেকেই আমার ফোকাস ছিল খেলায়। দল খুব ভালোভাবে বিষয়টা সামলে দিয়েছে।”
বোর্ডের সিদ্ধান্ত, খেলোয়াড়ের কাজ খেলা
পিসিবির বয়কট ভাবনার মধ্যে কীভাবে অনুশীলন ও প্রস্তুতি সারলেন, তা নিয়েও প্রশ্ন ওঠে। হ্যারিস অবশ্য বিষয়টিকে একেবারে পেশাদারিত্বের চোখে দেখেছেন। তিনি জানান, “খেলোয়াড় হিসেবে আমি শুধু মাঠে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকি। বাইরে কী হচ্ছে, সেটা নিয়ে ভাবলে ফোকাস নষ্ট হয়।”
ভারত ম্যাচ নিয়ে হ্যারিসের কৌশলী অবস্থান
রবিবার সুপার ফোরে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত। এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে নারাজ হ্যারিস। তিনি বলেন, “কোন দল জিতবে তা এখন থেকেই বলা যায় না। খেলায় একটা দল জেতে, একটা দল হারে। দিনের শেষে যে দল ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে। আমরা চাইব আমাদের সেরাটা দিতে।”
প্রথম একাদশে কোনও পরিবর্তন আসবে কি না, সেই প্রশ্নের উত্তরে হ্যারিস বলেন, “এখনই সেটা বলা মুশকিল। এটা সম্পূর্ণ কোচ এবং অধিনায়কের সিদ্ধান্ত। আমি একজন খেলোয়াড় হিসেবে সুযোগ পেলে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করব।”
ব্যাটারদের কাছে প্রত্যাশা বেশি
ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জিততে হলে প্রতিটি বিভাগে সেরা পারফরম্যান্স প্রয়োজন বলে মনে করেন হ্যারিস। বিশেষ করে ব্যাটিং বিভাগে আরও দায়িত্ববান হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। হ্যারিস বলেন, “আমি নিশ্চিত আমাদের ব্যাটাররা নিজেদের মধ্যে বসে আলোচনা করবে। নিজেদের ভুলগুলো খুঁজে বার করবে। একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা থাকলে দলের মধ্যেও স্বচ্ছতা আসে। এখনও হাতে ২-৩ দিন সময় আছে অনুশীলনের জন্য। আমরা চাইব পরের ম্যাচে আমাদের সেরাটা দিতে।”
Haris Rauf Press Conference:
I wasn’t feeling any pressure. Things are not in my hand. It was in Board’s control. We wanted to play the game, and our focus was just to play the game. Our management has dealt with all the issues pretty well. pic.twitter.com/LySG1tsZlg
— RevSportz Global (@RevSportzGlobal) September 17, 2025
Pakistan Bowler Haris Rauf breaks Silence on Asia Cup 2025 boycott focus was on game not controversy