অবশেষে জমে উঠল এশিয়া কাপের (Asia Cup Final) মহারণ। বহু প্রত্যাশিত ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। বাংলাদেশের (Bangladesh) বিদায়ে নিশ্চিত হয়ে গেল এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই (Cricket News)। এক অল্প রানেও টানটান উত্তেজনার ম্যাচে ১১ রানে জয় ছিনিয়ে নিল পাকিস্তান। ফলে টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হবে সলমন আঘার দল (Bengali Sports News)।
সেমিফাইনালের উত্তেজনা, কিন্তু নাম ছিল না
ম্যাচটির নাম ছিল না ‘সেমিফাইনাল’, তবে কার্যত এটাই ছিল ফাইনালের আগের বাধা। কারণ ভারত আগেই ফাইনাল নিশ্চিত করেছিল, অন্যদিকে শ্রীলঙ্কার বিদায়ও নিশ্চিত ছিল। ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে দল জিতবে, সেই খেলবে ফাইনাল। এটা একপ্রকার স্পষ্টই ছিল।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এদিন দলের নেতৃত্বে ছিলেন জাকের আলি, লিটন দাস না খেলায়। শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ, মাত্র চতুর্থ বলেই ফিরিয়ে দেন সাহেবজাদা ফারহানকে। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৭১ রানে ৬ উইকেট পড়ে গেলে মনে হচ্ছিল পাকিস্তানের ইনিংস বড়জোর শতরানের কাছাকাছি গিয়ে থামবে।
পাকিস্তান নয় ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ!
কিন্তু হ্যারিস (২৩ বলে ৩১) ও নওয়াজ (১৫ বলে ২৫) সাহসী ব্যাটিং পাকিস্তানকে লড়াই করার মতো স্কোর এনে দেয়। শেষ ১০ ওভারে আসে ৮৯ রান, যেখানে শেষ ৪ ওভারে ওভার প্রতি রানরেট ছিল ১০ বেশি। তাসকিন আহমেদ ৩ উইকেট নেওয়ার পাশাপাশি মেহেদি হাসান ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট। পাকিস্তান থামে ১৩৫/৮।
বাংলাদেশের লড়াই, তবে শেষরক্ষা হয়নি
লক্ষ্য খুব বড় না হলেও চাপ ছিল বিশাল। পঞ্চম বলেই ফেরেন ওপেনার পারভেজ। শাহিন আফ্রিদির বলে নওয়াজের অসাধারণ ক্যাচে তার বিদায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দশ ওভার শেষে স্কোর ছিল ৫৮/৪। পাকিস্তানের স্কোর তখন ছিল ৪৬/৪ অর্থাৎ ম্যাচ তখন হাড্ডাহাড্ডি।
৬৩ রানে নাওয়াজের ক্যাচ দিয়ে ফেরেন সাইম। এখান থেকেই ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। শেষ ১২ বলে বাংলাদেশের দরকার ছিল ৩৩ রান, হাতে মাত্র এক উইকেট। রিশাদ হোসেন ও মুস্তাফিজ কিছুটা লড়লেও শেষ তিন বলে দরকার ছিল ১৮ রান। রিশাদ এক ছক্কা মারলেও পরের দুই বল ডট, আর সেখানেই শেষ বাংলাদেশের স্বপ্ন।
ভারত বনাম পাকিস্তান: ফের একবার মহারণ
এই জয়ে পাকিস্তান পৌঁছে গেল ফাইনালে। অর্থাৎ বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় দ্বৈরথ ভারত বনাম পাকিস্তান ফের একবার দেখা যাবে এশিয়া কাপের ফাইনালে। আগের ম্যাচে পাকিস্তানকে সহজেই হারিয়েছিল ভারত, তবে ফাইনালের লড়াই আলাদা। দুই দলের জন্যই এটা প্রতিশোধ ও গর্বের লড়াই।
Pakistan’s never-say-never attitude earns them a spot in the Final! 😍
Defending a modest target, 🇵🇰 were at their best with the ball & in the field, standing up on the big stage claiming a thumping win!#PAKvBAN #DPWorldAsiaCup2025 #ACC pic.twitter.com/uqALRLxjOU
— AsianCricketCouncil (@ACCMedia1) September 25, 2025
Pakistan beat Bangladesh by 11 run with reach Asia Cup Final against India

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
