Pakistan: পাকিস্তান ক্রিকেট প্রশাসক থেকে সরছেন ইমরানের বন্ধু রামিজ রাজা

ramiz raja may quits from PCB chairman

বন্ধু হারিয়েছে ক্ষমতা। প্রধানমন্ত্রী আর নন ইমরান খান। তাঁর সরকার পতনের পর পাকিস্তান (Pakistan ক্রিকেট প্রশাসনেও পরিবর্তন অবশ্যম্ভাবী পরিবর্তন আসতে চলেছে। পিসিবি চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হবে রামিজ রাজাকে (ramiz raja)।

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদাধিকার বলে হয়ে থাকেন পিসিবি ‘চিফ প্যাট্রন’। সেই পদাধিকার বলেই ইমরান পিসিবি প্রধান করেছিলেন তারকা ক্রিকেটার রামিজ রাজাকে। শনিবার রাতে অনাস্থা ভোটে হেরেছেন ইমরান খান। তিনি প্রধানমন্ত্রী নন। এর পরেই পিসিবি চেয়ারম্যান হিসেবে রামিজ রাজার চেয়ার টলোমলো। এর কারণ, পাকিস্তানে সরকার পরিবর্তন হলে পিসিবি চেয়ারম্যানের পদেও মুখ পাল্টে যায়।

   

খেলা ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে পরিচিত ছিলেন রামিজ রাজা। তাঁকে পাকিস্তান ক্রিকেটের শীর্ষ পদে বসিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ও ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ‍ইমরান খান।

ইমরান খানের ক্ষমতা চলে যেতেই আলোচনা এসেছেন রামিজ রাজা। জানা যাচ্ছে,রামিজ নিজেও তৈরি আছেন। নিজে থেকেই সরে দাঁড়াতে চাইছেন তিনি। ধারাভাষ্যকার হিসেবে পুরনো পেশায় ফিরে যাবে বলে মনে করছেন। ঘনিষ্ঠ মহলে তেমনই ইঙ্গিত দিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন