ইচ্ছা করে ডাবল সেঞ্চুরি করতে দেননি পাকিস্তানের অধিনায়ক! ১ ঘন্টা আগেই প্ল্যান চূড়ান্ত

বাংলাদেশের (PAK vs BAN) বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে পাকিস্তান ক্রিকেট দল। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান করেছিল ৪৪৮ রান। পাকিস্তানকে রানের পাহাড়ে…

PAK vs BAN Pakistani cricketer

বাংলাদেশের (PAK vs BAN) বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে পাকিস্তান ক্রিকেট দল। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান করেছিল ৪৪৮ রান। পাকিস্তানকে রানের পাহাড়ে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ও সহ-অধিনায়ক সৌদ শাকিল। দু’জনেই খেলেছেন শতরানের ইনিংস। রিজওয়ান যখন ডাবল সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন, তখন প্রথম ইনিংস ঘোষণা করেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। এ নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।

Mohun Bagan SG: ডুরান্ড চললেও মলিনা ‘আসল’ মরশুম শুরুর অপেক্ষায়

   

রিজওয়ান যদি একইভাবে ব্যাট চালিয়ে যেতেন তাহলে তাঁর ডাবল সেঞ্চুরি নিশ্চিত মনে করা হচ্ছিল। এমন সময়ে ইনিংস ঘোষণা করেন মাসুদ। ২৩৯ বলে ১৭১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। ইনিংসে ১১টি চার ও ৩টি ছক্কায় মারেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মাসুদকে নিয়ে বলা হচ্ছে, তিনি ইচ্ছাকৃতভাবে রিজওয়ানকে ডাবল সেঞ্চুরি করতে বাধা দিয়েছিলেন। শাকিল এখন এই বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন।

এই ম্যাচে শাকিল ২৬১ বল মোকাবেলা করে ৯টি চারের সাহায্যে ১৪১ রান করেন। সাংবাদিক সম্মেলনে শাকিলের কাছে জানতে চাওয়া হয় এ ব্যাপারে। উত্তরে তিনি বলেন, ‘রিজওয়ান ভাইয়ের ডাবল সেঞ্চুরির ব্যাপারে তাড়াহুড়ো করে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ রিজওয়ান ভাইকে এক ঘণ্টা আগে বলা হয়েছিল যে আমরা এই সময়ে ইনিংস ডিক্লেয়ার করব। তাই ইনিংস কবে ডিক্লেয়ার করা হবে তার একটা ধারণা ছিল। ৪৫০ রানের আশপাশে ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

ছোটো ঘরের মধ্যে গায়ে গায়ে দু’টো খাট, পদক জয়ী এই ভারতীয় তারকার ব্যাপারে অনেকেই জানেন না

এর আগে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে পাকিস্তান। দু’জনে মিলে ইনিংস এগিয়ে নিয়ে যান এবং ২৪০ রানের জুটি গড়েন। শাকিল আউট হওয়ার পরেও ইনিংসের গতি বাড়ান রিজওয়ান। এছাড়া আগা সালমান ১৯ ও শাহিন শাহ আফ্রিদি অপরাজিত ২৯ রানের অবদান রাখেন।