প্রথম ম্যাচেই হেরে গেল ISL ছেড়ে যাওয়া কোচের দল

Des Buckingham

নতুন যুগের সূচনা ভালো হল না অক্সফোর্ড ইউনাইটেড ফুটবল ক্লাবের (Oxford United FC )। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচে পরাজিত দল। প্রতিপক্ষের দশ ফুটবলারকে পেয়েও হারাতে পারেনি অক্সফোর্ড ইউনাইটেড এফসি।

Advertisements

সম্প্রতি কোচ দেস বাকিংহ্যামকে প্রধান কোচের পদে নিয়োগ করেছে অক্সফোর্ড ইউনাইটেড ফুটবল ক্লাব। অনেক প্রত্যাশা নিয়ে তাকে নিয়োগ করেছে ক্লাব। মরসুমের মাঝপথে মুম্বই সিটি এফসি থেকে দেস বাকিংহ্যামকে নিয়ে এসেছে অক্সফোর্ড। শোনা যায়, কোচকে নিয়ে আসার জন্য বেশ ভালো টাকা খরচ করেছে ইউনাইটেড। নতুন কোচের অধীনে শুরুটা জয় দিয়ে হলে ক্লাব ম্যানেজমেন্ট নিশ্চই খুশি হতো।

Cheltenham Town এর বিরুদ্ধে ০-২ গোলে হেরে গিয়েছে অক্সফোর্ড ইউনাইটেড ফুটবল ক্লাব। ম্যাচের বেশ কিছুটা সময় দশজনে খেলেছিল টাউন। বিরতির আগেই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন রব স্ট্রিট। ততক্ষণে অবশ্য এক গোলে এগিয়ে গিয়েছিল Cheltenham Town বিরতির পর আরও এক গোল।

Advertisements

ম্যাচের পর হতাশা প্রকাশ করেছেন অক্সফোর্ড ইউনাইটেড কোচ দেস বাকিংহ্যাম। তার মতে, ‘হতাশাজনক ফলাফল। গোল করার মতো অনেক সুযোগ পেয়েছিলাম, আমরা গোল করতে পারিনি। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’