নতুন বছরের প্রথম থেকেই ছন্দে নেই চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। গত ডিসেম্বরে বেঙ্গালুরু এফসির কাছে নাস্তানাবুদ হওয়ার পর এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি দক্ষিণের এই ফুটবল ক্লাব। আটকে যেতে হয়েছে টানা পাঁচটি ম্যাচ। গত অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার কাছে পরাজিত হওয়ার পর বৃহস্পতিবার হোম ম্যাচে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছে কোয়ামি পেপরাদের কেরালা ব্লাস্টার্সের কাছে। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। এমন পরিস্থিতিতে সুপার সিক্সের লড়াইয়ে থাকা যে অনেকটাই কঠিন হয়ে উঠল সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
এদিন চেন্নাইয়িন এফসির ঘরের মাঠে ম্যাচ থাকলেও প্রথম থেকেই যথেষ্ট দাপট থেকেছে কেরালা দলের। যা সামাল দিতে গিয়ে কার্যত নাজেহাল পরিস্থিতি দেখা দিয়েছিল প্রীতম কোটাল থেকে শুরু করে লালদিনপুইয়াদের। ম্যাচের দুই মিনিটের মাথায় আচমকাই প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দেন কেরালা দলের ফুটবলাররা। তারপর সেই বল ফলো করেই ঢুকে পড়েন জেসুস জেমিনেজ। তারপর চেন্নাইয়িন গোলরক্ষক মহম্মদ নাওয়াজকে বোকা বানিয়ে শট নেন এই তারকা ফুটবলার। একেবারে কোনাকুনি ভাবে বল চলে যায় গোলের মধ্যে। অনায়াসেই এগিয়ে যায় কেরালা। তারপর প্রথমার্ধের শেষ লগ্নে কোরো সিংয়ের গোল। নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের ফুটবলারদের। প্রথমার্ধের শেষে দুই গোলের ব্যবধানেই এগিয়ে ছিল কেরালা।
অপরদিকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘন ঘন আক্রমণে এসে গোল তুলে নিতে মরিয়া ছিল লুকাস বামব্রিলা থেকে শুরু করে কোন্নর শিল্ডরা। কিন্তু কাজের কাজ কিছুই তেমন হয়নি। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত সময় দল ব্যবধান কমাতে সক্ষম হলেও তারপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। এমন পারফরম্যান্স নিঃসন্দেহে হতাশ করেছে আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলকে। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ম্যাচ শুরুর কিছু মিনিটের মধ্যেই আমরা প্রতিপক্ষ দলকে একটি সহজ গোল উপহার দিয়েছিলাম। যারফলে প্রথম থেকেই ম্যাচটা কঠিন হয়ে উঠেছিল। এক্ষেত্রে দলের ডিফেন্ডারদের পরবর্তী ম্যাচ থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে।”
এই বিদেশি কোচ আরও বলেন, “ফুটবলের ক্ষেত্রে অনেক কিছুই নিমেষে ঘটে যেতে পারে। একটা ভুল সবকিছু বদলে দিতে পারে। তাই আমাদের নিজেদেরকে আবার সাজিয়ে নিতে হবে এবং পুরনো ফর্মে ফিরতে হবে। এই ম্যাচের ফলাফল তো আর বদল করা সম্ভব নয় তবে আমাদের ছেলেদের খামতি গুলো খুঁজে বের করে সেগুলো শোধরানোর চেষ্টা করতে হবে। যাতে পরবর্তী ম্যাচে আর এই একই ভুল না হয়। আমি চাই আগের মতোই দলের সমর্থকরা আমাদের পাশে থাকে। এটা দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আশা করি খুব শীঘ্রই দল জয়ে ফিরবে।”