East Bengal: রাতারাতি ভিলেন মশাল-সমর্থকদের ‘প্রফেসর’ ও ‘বিনো স্যার’

Bino George

কলকাতা ময়দানে এটা বারবার প্রমাণিত, আজ যে রাজা কাল সে ফকির। ঘরোয়া ফুটবলে শুরুটা ভালো করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। Durand Cup-এ হারিয়েছিল মোহন বাগান সুপার জায়ান্টকে। ইস্টবেঙ্গলের সিনিয়র ও রিজার্ভ দলকে কেন্দ্র করে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন লাল হলুদ সমর্থকরা। এখন নিভু নিভু আশার আলো।

Advertisements

কলকাতা ফুটবল লীগ ও Durand Cup-এ দলের পারফরম্যান্স দেখে ইস্টবেঙ্গল সমর্থকরা অনেকে ভেবেছিলেন বিনো জর্জ ও Carles Cuadrat-এর হাত ধরে শতাব্দী প্রাচীন ক্লাবে ফের আসবে সুদিন। বিরোধ মন্তব্য অবশ্য আগে থেকেই ছিল। এক দিনে কিছু ইস্টবেঙ্গল সমর্থক যখন দুই কোচের পক্ষে ছিলেন, তখন কেউ কেউ শুরু থেকেই দুই প্রশিক্ষকের বিরুদ্ধে কথা বলেছেন।

ইন্ডিয়ান সুপার লীগে হারতে হারতে সেই দশ নম্বরে নেমে গিয়েছে ইস্টবেঙ্গল। গতবারেও এই পজিশনে ছিল দল। এবারেও এখন তাই। যে সমর্থকরা শুরু থেকে স্প্যানিশ কোচের বিরুদ্ধে ছিলেন তাদের সুর ধীরে ধীরে চড়তে শুরু করেছে। বিনো জর্জের বিরুদ্ধেও উঠতে শুরু করেছে মন্তব্য।

Advertisements

আগুনে ঘৃতাহুতি দেওয়ার মতো কাজ করছে অসম রাজ্য ইলেকট্রিক বোর্ডের ফুটবল দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের পরাজয়। সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গলের দুই প্রশিক্ষকের কড়া সমালোচনা করা হচ্ছে। অনেকেই ভালো ফলাফলের ব্যাপারে হাল ছেড়ে দিয়েছেন। কেউ কেউ এমনও দাবি করছেন যে প্রতিভা চিনে প্রথম একাদশে সুযোগ করে দেওয়ার কাজটাই ভুল করেছেন দুই কোচ।