লাল-হলুদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সরগরম ক্লাব তাঁবু। পতাকা উত্তোলন থেকে শুরু করে প্রদীপ প্রজ্জ্বলনের পর নারাবিধ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এই দিনটি। ক্লাব টেন্টের পাশাপাশি বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভারতীয় ক্রীড়া মহলের নানা ব্যক্তিবর্গকে বিভিন্ন বিভাগের সম্মানিত করা হতে ময়দানের এই প্রধানের তরফে। সেই মঞ্চেই পরবর্তীতে সম্মানিত করা হয় লাল-হলুদের পুরুষ দলের বর্তমান কোচ অস্কার ব্রুজন (Oscar Bruzon) সহ গোটা সিনিয়র দলকে। সেখান থেকেই এবার দলকে সাফল্য এনে দেওয়ার বার্তা দেন এই স্প্যানিশ কোচ।
সেটা নিঃসন্দেহে মন জয় করেছে সকলের। গত কয়েকদিন আগেই ভারতে এসেছেন এই হাইপ্রোফাইল কোচ। তারপর থেকেই যথেষ্ট দক্ষতার সাথে দলের দায়িত্ব পালন করে আসছেন তিনি। আসলে গত সিজনের মাঝামাঝি সময় দায়িত্বে আসার পর দলকে ছন্দে ফেরাতে সক্ষম হলেও চূড়ান্ত সাফল্য আসেনি। সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মশাল ব্রিগেডের। ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে এই বিদেশি কোচ বলেন, ” সকলকে শুভ সন্ধ্যা। প্রথমেই ক্লাবের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন সুন্দর ইভেন্টের জন্য। তবে আমাদের ওপর অনেক বড় দায়িত্ব রয়েছে। এই অনুষ্ঠানে বিভিন্ন প্রজন্মের প্রাক্তন বর্তমান ফুটবলারদের দেখতে পেয়ে খুব ভালো লাগছে।”
কিন্তু সেখানেই শেষ নয়। তিনি আরও বলেন, ” এই সিজনের অনুশীলনের প্রথম সপ্তাহে মনে হয়েছে যে এটা আমাদের কাছে অন্যরকম অর্থাৎ পরিবর্তনের সিজন হতে পারে।” কথার শেষে “জয় লাল-হলুদ” ও বলতে শোনা যায় লাল-হলুদের স্প্যানিশ বসকে। আসলে ভারতে আসার পূর্বে প্রতিবেশী দেশ তথা বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে যুক্ত ছিলেন এই বিদেশি কোচ। যেখানে মূলত প্রাধান্য পেয়ে থাকে বাংলা ভাষা। সেই সুবাদে বাংলায় কিছু কথা বলতে পারেন অস্কার। এদিন সেটাই যথেষ্ট মন জয় করল সমর্থকদের।
আগের বছরের পারফরম্যান্স ভুলে এবার চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। সেজন্য বহু আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। কোচের পছন্দ অনুযায়ী যুক্ত করা হয়েছে সকল ফুটবলারদের। এবার অস্কারের উপর ভরসা করেই ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন সমর্থকরা।