মশালবাহিনী দায়িত্ব নিয়ে ‘বিস্ফোরক’ অস্কার ব্রুজন

অবশেষে চূড়ান্ত হয়ে গেল ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন কোচ। কার্লেস কুয়াদ্রাতের পরিবর্তে ময়দানের এই প্রধানের দায়িত্বে আসলেন অস্কার ব্রুজন (Oscar Bruzon)।‌ গত মাসের শেষে…

Oscar Bruzon Shares His Views on the Responsibilities of the East Bengal

অবশেষে চূড়ান্ত হয়ে গেল ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন কোচ। কার্লেস কুয়াদ্রাতের পরিবর্তে ময়দানের এই প্রধানের দায়িত্বে আসলেন অস্কার ব্রুজন (Oscar Bruzon)।‌ গত মাসের শেষে কুয়াদ্রাতের পদত্যাগ পত্র জমা দেওয়ার পর থেকেই লাল-হলুদের নয়া কোচ নিয়োগ নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। সময় যত এগিয়েছে ততই উঠে আসতে শুরু করেছিল একাধিক হাইপ্রোফাইল নাম। শুরু থেকেই তাঁদের সবাইকে পিছনে ফেলে কোচ হওয়ার দৌড়ে এগিয়েছিলেন এই স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত চূড়ান্ত হয়ে গেল অস্কারের (Oscar Bruzon) নাম।

Read More: হেরেও নয়া বিপত্তি! সাকিবের পর এবার অবসর নিলেন মাহমুদউল্লাহ 

   

লাল-হলুদের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ” ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ম্যানেজমেন্টের দ্বারা নির্ধারিত লক্ষ্যগুলি সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকায় আমি এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে বদ্ধপরিকর। আমি চেষ্টা করব ম্যানেজমেন্ট এবং সমর্থকদের সকল আশা পূরণ করতে। তাছাড়া ইস্টবেঙ্গলের (East Bengal) মতো একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ এবং বিশাল দায়িত্ব।” বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে টানাচার ম্যাচ পরাজিত হয়েছে ময়দানের এই প্রধান। যারফলে পয়েন্ট টেবিলের তলানিতে নেমেছে দল। এবার সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নতুন কোচের কাছে।

Read More: রেললাইনে উন্নয়ন! বেশ কিছুদিন এই স্টেশনগুলিতে দাঁড়াবেই না ট্রেন

একটা সময় সেলটা ভিগোর যুব দল থেকে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল। পরবর্তীতে ভারতীয় ক্লাব মুম্বাই সিটি এফসি দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের দায়িত্বে থাকাকালীন একাধিক সাফল্য পেয়েছেন অস্কার (Oscar Bruzon)। ফের ভারতে ফিরে আদৌ কতটা সফল হতে পারেন এই স্প্যানিশ কোচ এখন সেটাই দেখার বিষয়।

Read More: ইস্তফা দিলে আর মিলবে না সরকারি চাকরি-সুযোগসুবিধা, সিনিয়রদের কড়া বার্তা রাজ্যের

যতদূর খবর এই নয়া কোচের সিদ্ধান্ত অনুযায়ী এবার একাধিক বদল দেখা যেতে পারে দলের অন্দরে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন অধিনায়ক ক্লেটন সিলভা। তাঁর বদলে দলের আসতে পারেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো। আদৌ সেটি চূড়ান্ত হয় কিনা এখন সেদিকেই নজর সকলের।