হাতে মাত্র একটা দিন। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে মরসুমের প্রথম ডার্বি ম্যাচ। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। যেদিকে নজর রয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীদের। এখন এই ম্যাচ জেতাই অন্যতম লক্ষ্য দুই প্রধানের। উল্লেখ্য, গত ম্যাচেই পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিংকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করেছে মোহনবাগান। যা নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের সকল ফুটবলারদের। সেই ধারা বজায় রেখে আসন্ন ডার্বি জয় করাই অন্যতম লক্ষ্য মেরিনার্সদের।
অপরদিকে ইন্ডিয়ান সুপার লিগে একেবারেই ছন্দে নেই ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। প্রথম চারটি ম্যাচেই তাঁদের ব্যাপকভাবে ধরাশায়ী হতে হয়েছে দলগুলির কাছে। সেই নিয়ে অনেকটাই হতাশ সমর্থকরা। একেবারে টানা পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে ময়দানের এই প্রধান দল। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ইস্টবেঙ্গলের। সেজন্য পুজোর পর থেকেই ফের অনুশীলনে নেমে পড়েছেন ফুটবলাররা।
যেকোনও মূল্যেই এই ম্যাচে জয় পেতে চাইছেন ক্লেটন সিলভা থেকে শুরু করে মাদিহ তালালরা। সেটা যে খুব একটা সহজ হবে না তা ভালো মতোই জানেন অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জ। তবুও ডার্বি জয়ের ছক কষতে শুরু করে দিয়েছেন তিনি। অপরদিকে, নব নিযুক্ত কোচ অস্কার ব্রুজন ইতি মধ্যেই ভিসা পেয়ে গিয়েছেন। যারফলে খুব শীঘ্রই পা রাখবেন কলকাতার বুকে। সেক্ষেত্রে আসন্ন ডার্বি ম্যাচে আদৌও তিনি ডাগ আউটে বসবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। যতদূর শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচের আগেই তাঁকে দেখা যাবে কলকাতার বুকে।
UPDATE:
– Oscar Bruzon has received his visa. All set to arrive before derby.
– East Bengal Club and Emami officials met the players after training and motivated them.
– Naorem Mahesh underwent light training. Doubtful at the moment.#ISL #EastBengalFCpic.twitter.com/mEaNNt7ZQb
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) October 17, 2024
এসবের মাঝেই গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচের কথা মাথায় রেখে খেলোয়াড়দের মনোবল বাড়াতে বিশেষ সিদ্ধান্ত নিল লাল-হলুদ ( ইস্টবেঙ্গল) ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার নিজেদের ক্লাব তাঁবুতে দলের সমস্ত ফুটবলারদের সঙ্গে পৃথক ভাবে কথা বললেন সকল কর্তারা। যেখানে উপস্থিত ছিলেন ক্লাব শীর্ষ কর্তা দেবব্রত সরকার থেকে শুরু করে ইমামির কর্তারা। পাশাপাশি নাওরেম মহেশ সিংয়ের সঙ্গে ও আলাদা করে কথা বলতে দেখা যায় দেবব্রত সরকারকে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই অনুশীলন চলাকালীন চোট পেয়েছিলেন এই ভারতীয় উইঙ্গার।
যারফলে আসন্ন ডার্বিতে আদৌ তিনি খেলবেন কিনা সেটা এখনও চূড়ান্ত নয়। তবুও তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন ক্লাব শীর্ষকর্তা। অপরদিকে জাতীয় শিবির থেকে শহরে ফিরে বৃহস্পতিবার থেকেই দলের অনুশীলনে যোগ দিয়েছেন ডিফেন্ডার হিজাজি মাহের। যতদূর খবর, আগামী ১৯ তারিখের ম্যাচে দলের রক্ষণভাগ সামাল দিতে তাঁকে নামতে পারেন বিনো জর্জ।