ছন্দময় ফুটবলের মধ্য দিয়ে এবারের ডুরান্ড কাপ শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। গত ২৩শে জুলাই টুর্নামেন্টের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডকে পরাজিত করেছে অস্কার ব্রুজনের ছেলেরা। সেদিন দলের হয়ে গোল করেছিলেন যথাক্রমে লালচুংনুঙ্গা, সাউল ক্রেসপো, বিপিন সিং, নাওরেম মহেশ সিং এবং দিমিত্রিওস ডায়মান্তাকস। দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে খুশি করেছিল সমর্থকদের। এবার এই ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য লাল-হলুদ কোচের। আসলে প্রথম ম্যাচে বিরাট বড় ব্যবধানে জয় আসা নিঃসন্দেহে মনোবল বাড়িয়ে দিয়েছে ফুটবলারদের।
সেই ছন্দ কাজে লাগিয়েই পরবর্তী ম্যাচে আইলিগের ক্লাব নামধারী এফসিকে পরাজিত করতে চাইবেন অস্কার ব্রুজন (Oscar Bruzon)। সেই মতো কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে নিয়ে জলের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে বার করাই এখন প্রধান লক্ষ্য স্প্যানিশ বসের। তাই আগামী কয়েক দিনে ময়দানের শক্তিশালী কয়েকটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে ফুটবলারদের পরোখ করে নেবেন তিনি। এক্ষেত্রে প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদের পাশাপাশি ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরা এবং আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলের দিকে নজর রাখার পাশাপাশি দলের ষষ্ঠ বিদেশি হামিদ আহদাদের থেকে ও আশা রাখবেন কোচ।
গত সিজনে গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস দলে থাকলেও খুব একটা কাজের কাজ কিছুই করতে পারেননি। স্বাভাবিকভাবেই নতুন সিজনে তাঁর দলে থাকা নিয়েও উঠে আসতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। কিন্তু তবুও শেষ সিজনের পারফরম্যান্স ভুলে গিয়ে তাঁর উপর ভরসা রেখেছে ইস্টবেঙ্গল। তবে দিমির পাশাপাশি আরও এক নতুন স্ট্রাইকারকে যে দলের সঙ্গে যুক্ত করা হবে সেই কথা অনেক আগেই শোনা গিয়েছিল। সেইমতো এবার যুক্ত করা হয়েছে মরোক্কান তারকা হামিদ আহদাদকে। মূলত এই ফুটবলারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই বাজিমাত করতে চান ইস্টবেঙ্গল কোচ।
তাঁর যোগদানের প্রসঙ্গে অস্কার বলেন, ” হামিদ মূলত একজন সেন্টার-ফরোয়ার্ড হলেও তিনি লেফট উইংয়ে খেলার পাশাপাশি একজন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে ও যথেষ্ট সক্রিয়। এছাড়াও একজন ধারাবাহিক গোল স্কোরার। সুযোগ বুঝে বল জালে জড়িয়ে দেওয়ার ব্যাপক দক্ষতা রয়েছে। তাঁর দক্ষতা এবং বিভিন্ন শীর্ষ স্তরের মরক্কো এবং মিশরীয় ক্লাবের হয়ে খেলার বিশাল অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা সত্যিই দলের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে।”