আজ কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের তৃতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল ফুটবল দল (East Bengal FC)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স দল। উল্লেখ্য, গত নামধারী ম্যাচ জেতার পর কোয়ার্টার ফাইনাল সুনিশ্চিত হয়ে গিয়েছে ময়দানের এই প্রধানের। যারফলে নিয়ম রক্ষার ম্যাচ হতে চলেছে লাল-হলুদের। হিসাব অনুযায়ী এই ম্যাচের খুব একটা গুরুত্ব না থাকলেও দলের সকল ফুটবলারদের দেখে নেওয়ার সুযোগ থাকছে অস্কার ব্রুজোর কাছে। সেজন্য সিনিয়র দলের পাশাপাশি বেশ কিছু রিজার্ভ দলের ফুটবলারদেরও মাঠে নামাতে পারেন কোচ।
এছাড়াও দলের নবাগত বিদেশি ফুটবলারদের পরোখ করে নিতে চাইছেন স্প্যানিশ কোচ। সেই মতো এবার নিজের একাদশ সাজিয়েছেন তিনি। গোলরক্ষক হিসেবে আজও থাকছেন পাঞ্জাবী ফুটবলার প্রভসুখান সিং গিল। দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে মহম্মদ রাকিপ, কেভিন সিবিলে, আনোয়ার আলি এবং প্রভাত লাকরা। দলের মাঝমাঠের দায়িত্বে থাকছেন জিকসন সিং, এডমুন্ড লালরিন্ডিকা এবং মিগুয়েল ফিগুয়েরা। গত ম্যাচে গোল না পেলেও অনবদ্য ফুটবল খেলেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। পরবর্তীতে তাঁর অ্যাসিস্টে গোল করেছিলেন হামিদ আহদাদ।
দুই উইংয়ে থাকছেন যথাক্রমে নাওরেম মহেশ সিং এবং বিপিন সিং। সমর্থকদের প্রিয় বিপিন বাবু। সেই সাথে আজ প্রথম থেকেই ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন মরোক্কান তারকা হামিদ আহদাদ। গত ম্যাচে তাঁর গোলেই জয় ছিনিয়ে নিয়েছিল মশাল ব্রিগেড। সেবার সম্পূর্ণ ম্যাচ টাইম না পেলেও এবার প্রথম থেকেই তাঁকে রেখেছেন অস্কার ব্রুজো। আপাতত রিজার্ভে থেকেই শুরু করছেন মহম্মদ রশিদ থেকে শুরু করে সৌভিক চক্রবর্তীরা।