ডাগআউটে নিশ্চিত অস্কার! প্রথম একাদশে চমক লাল-হলুদের

উৎসবের মরশুম শেষেই বড় ম্যাচ। সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। লাল-হলুদ সমর্থকদের মধ্যে প্রশ্ন ছিল ডার্বি ম্যাচে ডাগ আউট কে থাকবেন? প্রথম একাদশ প্রকাশেই জানা গেল…

short-samachar

উৎসবের মরশুম শেষেই বড় ম্যাচ। সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। লাল-হলুদ সমর্থকদের মধ্যে প্রশ্ন ছিল ডার্বি ম্যাচে ডাগ আউট কে থাকবেন? প্রথম একাদশ প্রকাশেই জানা গেল ইস্টবেঙ্গলের ডাগ আউটে থাকছেন অস্কার ব্রুজো। শনিবার ভোরে কলকাতায় পৌঁছেছেন তিনি। চব্বিশ ঘন্টা কাটার আগে বড় দায়িত্ব নিয়ে মাঠে নামলেনা তিনি।

   

ইস্টবেঙ্গল প্রথম একাদশ: প্রভসুখন গিল, মহম্মদ রাকিপ, হেক্টর ইউস্তে, আনোয়ার আলি, প্রভাত লাকরা, সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপো, নন্দ কুমার, ক্লেটন সিলভা (অধিনায়ক), মাদিহ তালাল, ডেভিড।