গত সিজনের মাঝামাঝি সময় থেকেই ইস্টবেঙ্গলের দায়িত্ব পালন করে আসছেন অস্কার ব্রুজো। সেবার সীমিত শক্তি নিয়েই লড়াই করেছিলেন নাওরেম মহেশ সিংরা। যদিও চূড়ান্ত সাফল্য আসেনি। সেই ধাক্কা কাটিয়ে এবার ভালো পারফরম্যান্স করার চ্যালেঞ্জ সকলের। সেই মর্মে অনেক আগে থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। এই স্প্যানিশ কোচের পছন্দ অনুযায়ী একের পর এক দাপুটে ফুটবলারদের যুক্ত করা হয়েছিল দলের সঙ্গে। যার ফল ও মিলতে শুরু করেছিল প্রথম থেকেই। এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে যথেষ্ট ভালো পারফরম্যান্স করে মশাল ব্রিগেড।
চূড়ান্ত সাফল্য না আসলেও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করেছিল ময়দানের এই প্রধান। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। এবার তাঁর কন্যার নামকরণে যথেষ্ট খুশি আপামর বাঙালি। সেই তাঁর জীবনে আসেন এক ফুটফুটে কন্যা। এবার তাঁর মেয়ের নামকরণের কথা জানিয়ে দিলেন এই স্প্যানিশ কোচ। এবার মা দুর্গার নামেই তাঁর নাম রাখলেন “উমা”। জানা গিয়েছে চলতি বছরের নভেম্বর মাসেই দুই বছরে পা দেবেন অস্কার কন্যা। পুজোর আমেজে এমন ঘোষণা নিঃসন্দেহে বিরাট খুশির খবর সকলের কাছে।
অন্যদিকে, পুজোর আমেজে মেতে রয়েছে আপামর বাঙালি। শহর জুড়ে এখন পুজোর মেজাজ। এই প্রসঙ্গে লাল-হলুদ কোচ বলেন, ” দেবী দুর্গার নাম থেকেই আমার মেয়ের নামকরণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই পুজো এই আমেজ আমার কাছে যথেষ্ট গুরুত্ব রাখে। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি জনতাকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা।” এছাড়াও এখন পুজোর আমেজে মেতে রয়েছে ইস্টবেঙ্গলের ফুটবলাররা। সাউল ক্রেসপো থেকে শুরু করে মহম্মদ রশিদ, আনোয়ার আলি, মিগুয়েল ফিগুয়েরার মতো ফুটবলাররা হাজির হচ্ছেন বিভিন্ন পুজো মন্ডপে।
সেটা যথেষ্ট নজর কাড়ছে সকলের। হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই সুপার কাপের অভিযান শুরু করতে চলেছে মশাল ব্রিগেড। যেখানে প্রথম ম্যাচেই লড়াই করতে হবে শক্তিশালী রিয়াল কাশ্মীরের সঙ্গে। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়েই অভিযান শুরু করতে চাইবে ময়দানের এই প্রধান।
❓ FAQs
Q1. অস্কার ব্রুজোর কন্যার নাম কী রাখা হয়েছে?
👉 দেবী দুর্গার নাম অনুসারে তাঁর কন্যার নাম রাখা হয়েছে “উমা”।
Q2. অস্কার ব্রুজোর মেয়ের বয়স কত?
👉 চলতি বছরের নভেম্বর মাসে তাঁর কন্যা দুই বছরে পা দেবে।
Q3. কেন এই নামকরণ নিয়ে সমর্থকরা খুশি?
👉 কারণ পুজোর আবহে দেবী দুর্গার নাম অনুসারে নামকরণ বাঙালি আবেগের সঙ্গে যুক্ত।
Q4. অস্কার ব্রুজো বর্তমানে কোন দলের কোচ?
👉 ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের।
Q5. অস্কার ব্রুজোর নেতৃত্বে ইস্টবেঙ্গলের সাম্প্রতিক সাফল্য কী?
👉 এবারের ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে হারিয়ে সাড়া ফেলেছিল দল।
Q6. ইস্টবেঙ্গলের পরবর্তী বড় টুর্নামেন্ট কোনটি?
👉 সুপার কাপ, যেখানে প্রথম ম্যাচে প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর এফসি।
🔑 Oscar Bruzon East Bengal, Uma daughter Oscar Bruzon, Durga Puja East Bengal coach, East Bengal news 2025, Uma Bruzon name