চলতি দল বদলের বাজারে প্রতি মুহূর্তে একের পর এক চমক দিচ্ছে ভারতের প্রতিটা দল’ই। ফের নয়া চমক নিয়ে হাজির ওড়িশা এফসি (Orissa FC)। এবার ইউরোপা লিগ জয়ী অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা ফুটবলার পেড্রো মার্টিন’কে সই করিয়ে বিরাট চমক দিলো ওড়িশা এফসি।
স্পেনে ক্লাব ফুটবলের আসরে একাধিক নামকরা ক্লাবের হয়ে তিনশোরও বেশি ম্যাচ খেলেছেন এই ফুটবলার। ২০১১-১২ মরশুমে স্পেনের বিখ্যাত ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ইউরোপা লিগ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
মালাগার হয়ে কেরিয়ার শুরু করা এই ফুটবলার ২০০৮ সালে যোগ দেন এটিএমে।ধাপে ধাপে সি , বি দলের হয়ে খেলার পর ‘এ’ দলের হয়ে খেলার সুযোগ আসে তার কাছে। ২০১২ থেকে ২০১৪ অবধি অ্যাটলেটিকো’র সিনিয়র দলের হয়ে খেলেছিলেন তিনি।এবং সেই সময় ডিয়েগো সিমিয়নের দলের হয়ে ইউরোপা লিগ জয়ের ক্ষেত্রে পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা।