Mohun Bagan: অতীত ভুলে খেতাব জয় করাই একমাত্র লক্ষ্য বাগানের, আশাবাদী শুভাশিস

হাতে আর মাত্র কিছুটা সময়। তারপরেই এবারের ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ম্যাচ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ম্যাচে মুখোমুখি হবে এই টুর্নামেন্টের অন্যতম দুই হেভিওয়েট। মোহনবাগান…

Mohun Bagan, Subhasish Bose

হাতে আর মাত্র কিছুটা সময়। তারপরেই এবারের ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ম্যাচ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ম্যাচে মুখোমুখি হবে এই টুর্নামেন্টের অন্যতম দুই হেভিওয়েট। মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan) এবং মুম্বাইসিটি এফসি। অতীতে এই মোহনবাগান দলকে পরাজিত করেই আইএসএল ট্রফি ছিনিয়ে নিয়ে গিয়েছিল মুম্বাইয়ের এই ফুটবল ক্লাব।

সেই ম্যাচের কথা এখনো যথেষ্ট বেদনা দেয় সমর্থকদের। সেবার অল্পের জন্য হাতছাড়া হয়ে গিয়েছিল সেরার সেরা হওয়ার তকমা। সময় বদলেছে। দেখতে দেখতে কেটে গিয়েছে অনেক গুলো মরশুম। গতবছর বেঙ্গালুর এফসিকে হারিয়ে খেতাব জয় করেছিল বাগান ব্রিগেড।

   

এবারও সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য মেরিনার্সদের। তবে এবার প্রতিপক্ষ সেই মুম্বাই। কিছু বছর আগে তাদের কাছে হেরেই ট্রফির স্বপ্নভঙ্গ হয়েছিল বাগান শিবিরের। অতীতের সমস্ত কিছু ভুলে এবার বদলা নিতে মরিয়া সকলে। এই প্রসঙ্গেই আজ একটি জনপ্রিয় মাধ্যমে বাগান অধিনায়ক শুভাশিস বসু বলেন, বছর চারেক ধরেই মোহনবাগানের সঙ্গে মুম্বাইয়ের লড়াই হয়ে আসছে। সুদূর অতীতে যা হয়েছে সেটা কোনোভাবেই বদলানো যাবে না। কিন্তু বর্তমান আমাদের হাতে। নিজেদের সেরাটা উজার করে দিয়ে বর্তমানে সফল হওয়াই একমাত্র লক্ষ্য আমাদের সকলের। অর্থাৎ এবারের এই ফাইনাল জিততে গেলে প্রতিপক্ষ দলকে যে অনেকটাই বেগ পেতে হবে তা এক কথায় পরিষ্কার। ‌

বলাবাহুল্য, এই ফুটবল সিজনে প্রতিটি ক্ষেত্রে মুম্বাইসিটি এফসিকে টেক্কা দিয়েছে মোহনবাগান। ডুরান্ড কাপের সেমিফাইনাল হোক কিংবা আইএসএলের শিল্ড ফাইনাল, সব ক্ষেত্রেই শেষ হাসি হেসেছে মেরিনার্সরা। এবারও আইএসএল ফাইনাল জিতে সেলিব্রেশন করতে চান মনবীর-লিস্টনরা।