Mohun Bagan: ডার্বি জয় নিয়ে যথেষ্ট আশাবাদী বাগান অধিনায়ক, কী বলছেন?

Optimistic Captain Subhasish Bose

ঘরের মাঠে জামশেদপুর বধ করে বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। গতবারের আইএসএল জয় করার পর এই মরশুমে ও চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে সবুজ-মেরুন। তবে শুধু ট্রফি জেতাই নয়। টুর্নামেন্টের লিগলিল্ড ও পাখির চোখ করছেন লিস্টনরা।

Advertisements

পরিসংখ্যান অনুযায়ী এক ম্যাচ বেশি খেলে কিছুটা পয়েন্ট বেশি নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলের একেবারেই শীর্ষস্থানে রয়েছে সার্জিও লোবেরার ওডিশা এফসি। তবে আগামী ম্যাচে মোহনবাগান জয় পেলেই শীর্ষস্থানে চলে যাবে অনায়াসে। সেক্ষেত্রে বহু কাঙ্খিত শিল্ড জয়ের সুযোগ অনেকটাই থাকবে তাদের কাছে। এখন ডার্বি জয়ের কথাই বলছেন দলের অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)।

জামশেদপুর ম্যাচে জয় পাওয়ার পর সাংবাদিকদের তরফ থেকে দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা দল হিসেবে যথেষ্ট ভালো খেলেছি। আমাদের যে পরিকল্পনা ছিল সেটা সবাই বজায় রেখেছে। বিশেষ করে মনবীর সিং জামশেদপুর ম্যাচে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। তাছাড়া দলের উইঙ্গাররাও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। গত ওডিশা ম্যাচে একাধিকবার গোলের সুযোগ তৈরি করা হলেও তা পূরণ করা সম্ভব হয়নি। তবে নিজেদের সেই সমস্ত ভুল শুধরে এবার গোল এসেছে। সাদিকুও গোল পেয়েছেন। সবথেকে বড় কথা আমাদের এই ৩ পয়েন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। সেটা আনা সম্ভব হয়েছে।

Advertisements

সেইসাথে ডার্বি প্রসঙ্গে প্রশ্ন করা হলে এই বাঙালি অধিনায়ক বলেন, ডার্বি সাধারণ ভাবেই কলকাতার ফুটবলপ্রেমী মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই ম্যাচের পয়েন্টও আমাকে কাছে যথেষ্ট গুরুত্ব রাখে। তবে আমরা জেতার জন্যই মাঠে যাব। ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বো। পাশাপাশি ফিনল্যান্ডের তারকা বিদেশি জনি কাউকোর ফিরে আসা দলের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সে কথা ও স্বীকার করে নিয়েছেন ভারতীয় দলের এই লেফটব্যাক। সেই সাথে পাঞ্জাবের দাপুটে ফুটবলার আনোয়ার আলীর ফিরে আসা দলের রক্ষণভাগে যে বাড়তি শক্তি সঞ্চার করেছে সে কথা উল্লেখ করতে ভোলেননি তিনি।‌