Kalinga Super Cup: আসন্ন ডার্বি নিয়ে যথেষ্ট আশাবাদী বাস্তব রায়, কী বলছেন তিনি?

Mohun Bagan Junior Team Coach Bastab Ray

হাতে আর মাত্র একটা দিন। তারপরই এবারের কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) ডার্বি ম্যাচ। যেখানে মুখোমুখি হবে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। উল্লেখ্য, এবারের এই টুর্নামেন্টের শুরু থেকেই অনবদ্য ছন্দে থেকেছে দুই দল। তারা পরাজিত করেছে আইএসএলের আরেক দাপুটে দল হায়দরাবাদ এফসিকে।

Advertisements

এছাড়াও আই লীগের শক্তিশালী দল শ্রীনিধি ডেকানকেও পরাজিত করে দুই দল। বর্তমানে সমান পয়েন্ট দুই প্রধানের। তাই এবারেরই ডার্বি ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে কোন দল চলে যাবে পরবর্তী রাউন্ডে। এক্ষেত্রে প্রতিপক্ষ দলকে হারিয়ে সুপার কাপের সেমিতে নিজেদের স্থান পাকা করার পরিকল্পনা থাকবে মোহনবাগানের।

তবে সমস্যা হল সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতি। বর্তমানে এএফসি এশিয়ান কাপের জন্য জাতীয় শিবিরে রয়েছেন মোহনবাগান দলের সাত ফুটবলার। অন্যদিকে, লাল হলুদ থেকে রয়েছেন দুই ফুটবলার। তাই এক্ষেত্রে মোহনবাগান দলের সিংহভাগ সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতি কিছুটা হলেও চিন্তায় রাখবে সমর্থকদের।

Advertisements

এক্ষেত্রে রিজার্ভ দলের প্রতিভাদের কাজে লাগিয়েই সাফল্য পেতে চাইবেন হাবাস। যাদের মধ্যে এবার দলে রয়েছেন তরুণ তারকা কিয়ান নাসিরি থেকে শুরু করে রাজ বাঁশফোরের মতো ফুটবলাররা। এবারের এই সুপার কাপের প্রেস্টিজ ফাইটে তাদের দিকেই বিশেষ নজর থাকবে সকলের । এই প্রসঙ্গেই আজ একটি জনপ্রিয় মাধ্যমে মুখোমুখি হন সবুজ-মেরুনের জুনিয়র দলের কোচ বাস্তব রায়।

তিনি বলেন, প্রত্যেকবার ডার্বিতে নতুন নতুন ফুটবলার উঠে আসে। এক্ষেত্রে তারা যদি নিজেদের ধরে রাখতে পারে তাহলে আগামী দিনে যথেষ্ট সাফল্য পাবে। তাছাড়া ওদের প্রত্যেকের যথেষ্ট দক্ষতা রয়েছে। সেজন্যই আজ তারা সিনিয়র দলে সুযোগ পেয়েছে। আগামী দিনে ও তারা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করবে।