HomeSports NewsATK মোহনবাগান টুর্নামেন্টের সেরা দল:মার্কো পেজাইউলি 

ATK মোহনবাগান টুর্নামেন্টের সেরা দল:মার্কো পেজাইউলি 

- Advertisement -

আগামী রবিবার ফর্তোদরা PJN স্টেডিয়ামে ATK মোহনবাগান খেলতে নামবে, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগের(ISL) পয়েন্ট টেবিলে মেরিনার্সরা ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে এখনও তিন নম্বরে টিকে রয়েছে। অন্যদিকে, বেঙ্গালুরু এফসি ১৮ ম্যাচে ২৬ পয়েন্টে ছ’নম্বরে।

চলতি ISL টুর্নামেন্টে ATK মোহনবাগানকে পয়েন্ট টেবিলের প্রথম চারে জায়গা পাকা রাখতে গেলে রবিবারের ম্যাচ সহ ৩ মার্চ চেন্নাইন এফসি এবং ৭ মার্চ জামশেদপুর এফসির বিরুদ্ধে জিততেই হবে।

   

শনিবার বেঙ্গালুরু এফসির হেডকোচ মার্কো পেজাইউলি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে সাফ বুঝিয়ে দিয়েছে যে,”এটিকে এমবি লিগের অন্যতম সেরা দল। তাদের উন্নত মানের খেলোয়াড় আছে, কিন্তু আমাদের নিজেদের ওপর ফোকাস করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ ৯০ মিনিটের খেলা। আমরা ওড়িশাকে হারিয়েছি, এবং ওড়িশা তাদের সাথে ড্র করেছে যাতে দেখায় আমরা কতটা শক্তিশালী।”

ইতিমধ্যেই ২০২১-২২ ISL সেশনের ভাগের দুই ভাগ খেলা হয়ে গিয়েছে। ATK মোহনবাগানের ধুরন্ধর স্প্যানিশ হেডকোচ হুয়ান ফেরান্দো কেরালা ব্লাস্টার্স এফসি বিরুদ্ধে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে সামগ্রিক ভাবে ISL টুর্নামেন্ট প্রসঙ্গে ভবিষৎবাণী করতে গিয়ে বলেছেন,”টুর্নামেন্টের শীর্ষস্থান এবং সেমিফাইনাল দখলের লড়াইতে ওঠা নামাটা নিশ্চিত এবং ইতিমধ্যেই মরসুমে প্রচুর টুইস্ট এবং বাঁক দেখেছে।” শনিবার ATK মোহনবাগান বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে প্র‍্যাকট্রিস সেশনে ঘাম ঝড়িয়েছে এবং ওই সেশনের কয়েক মুহুর্তের ছবি টুইট পোস্ট করে ক্যাপসনে লিখেছে,”প্রতিদিন উন্নতি করার চেষ্টা করা ⚽️🏃

#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL ” এই টুইট পোস্ট থেকে পরিষ্কার হুয়ান ফেরান্দোর ব্রিগেড নিজেদের ভুল শুধরে ‘টার্গেট লক’ করেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট ঘরে তুলে আনার লক্ষ্যে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular