শনিবার দুপুরে কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস ও ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রিমিয়ার ডিভিশন লিগের শততম এই ডার্বিতে নির্ধারিত সময়ের শেষে ২-১ গোল জয় নিশ্চিত করেছে বিনো জর্জ। যা নিয়ে খুশি আপামর লাল-হলুদ জনতা। এই জয়ের ফলে এবারের সিএফএলের গ্ৰুপ পর্বের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মশাল ব্রিগেড।
অন্যদিকে, পয়েন্ট টেবিলের এগারো নম্বরে নেমেছে মোহনবাগান সুপারজায়ান্টস। সুহেল আহমদ ভাটের গোলে দল ব্যবধান কমাতে পারলেও সমতায় ফেরা সম্ভব হয়নি। যারফলে, সৃষ্টি হল নতুন ইতিহাস। কলকাতা লিগের ইতিহাসে প্রথম ডার্বি জয়ের ধারা বজায় রেখেই শততম বছরের প্রথম ডার্বি জিতল ইস্টবেঙ্গল।
গত ১৯২৫ সালের ২৮শে মে এই ফুটবল টুর্নামেন্টের প্রথম ডার্বিতে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ক্যালকাটা গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। একটি মাত্র গোল করেছিলেন নেপাল চক্রবর্তী। যা ইতিহাসের পাতায় থেকে যাবে চিরকাল। পরবর্তীতে এই দুই প্রধানের নানা সাফল্যের সাক্ষী থেকেছে কলকাতা ময়দান। ডার্বি জয়ের পাশাপাশি খেতাব জয়ের ক্ষেত্রে জুড়ি মেলা ভার দুই প্রধানের।
স্বাভাবিকভাবেই কলকাতা লিগের এই শততম বছরের ডার্বি ম্যাচ ঘিরে প্রবল উন্মাদনা দেখা দিয়েছিল দুই প্রধানের সমর্থকদের। কিন্তু ম্যাচের শুরু থেকেই প্রবল দাপট থেকেছে লাল-হলুদ ফুটবলারদের। মাঝে বাগানের প্রতি আক্রমণে ইস্টবেঙ্গল কিছুটা চাপে পড়ে গেলেও তা ডার্বি জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত পিভি বিষ্ণু ও জেসিন টিকের করা গোলে জয় ছিনিয়ে নেয় ইস্টবেঙ্গল। অনায়াসেই যা স্থান করে নেবে ইতিহাসের পাতায়।