আগামী ২১ তারিখ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL)নতুন সিজেন। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গত মরশুমে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা দুই ফুটবল দল তথা বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স। সেটি অনুষ্ঠিত হবে কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। তারপর দ্বিতীয় ম্যাচে মানালো মার্কেজের এফসি গোয়ার মুখোমুখি হতে হবে আইএসএল জয়ী হায়দরাবাদকে।
আগামী ২৩ তারিখ গতবারের চ্যাম্পিয়ন তথা মোহনবাগান সুপারজায়ান্টস নিজেদের অভিযান শুরু করবে টুর্নামেন্টের নয়া দল তথা আইলিগ জয়ী পাঞ্জাব এফসির বিপক্ষে। তারপর ২৫ তারিখ জামশেদপুর এফসির বিপক্ষে খেলেই নিজেদের অভিযান শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল দল।
তবে প্রথা মতো আগেরবারের দুই ফাইনালিস্ট দলের মধ্য দিয়ে লড়াই শুরু হওয়ার কথা থাকলেও এবার বদলে ফেলা হয়েছে সেটি। পাশাপাশি টুর্নামেন্টের প্রথম ম্যাচে যুবভারতীতে করার কথা থাকলেও পরবর্তীকালে নানাবিধ কারন দেখিয়ে বদলে ফেলা হয় ভেন্যু। এক্ষেত্রে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় কোচিকে। সেখানেই অভিযান শুরু করবে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দল।
স্বাভাবিকভাবেই তখন সকলের প্রশ্ন ছিল যে কোথায় দেখানো হবে এবারের এই ফুটবল লিগ, এই নিয়ে বিগত কয়েকদিন ধরে দেখা দিয়েছিল একাধিক প্রশ্ন। গতবার ডিজনি হটস্টারে ম্যাচ দেখানো হলেও এবার আর দেখানো হবে না সেখানে। তার বদলে ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম “জিও সিনেমা” তে। তবে কেউ যদি টেলিভিশনে দেখতে চায় সেক্ষেত্রে নজর রাখতে হবে “স্পোর্টস ১৮” চ্যানেলে। তবে সেখানেই শেষ নয়।
এবারের এই দশম আইএসএলের অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার হিসেবে এবারও থেকে যাচ্ছে “ওয়ান ফুটবলের” মতো একটি জনপ্রিয় অ্যাপলিকেশন। উল্লেখ্য, গত হিরো আইএসএলের ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় ছিল এই অ্যাপলিকেশন। এবার ও একইভাবে আইএসএলের দায়িত্বে থাকছে এটি। ঘন্টাকয়েক আগেই ঘোষণা করা হয় সেই কথা।