চার বছর আগের ১০ মার্চের কথা ভুলবেন না মোহনবাগান (Mohun Bagan) সমর্থকরা। আই লিগ (I League) জিতেছিল মোহনবাগান। সন্ধ্যার ডার্বির আগে বাগান সমর্থকদের তাতাতে শুরু করেছে পুরানো সেই দিনের কথা।
আইজল এফসিকে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতে আই লিগ সেরা হয়েছিল মোহনবাগান। গোল করেছিলেন পাপা বাবাকর দিওয়ারা। কল্যাণী স্টেডিয়ামে বাগানের পক্ষে ম্যাচ শেষ হয়েছিল ১-০ গোলে। ম্যাচে ৮০ মিনিটে দিওয়ারার গোলে চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে সবুজ মেরুন ব্রিগেড। ১৬ ম্যাচে বাগানের পয়েন্ট ৩৯ । রিয়াল কাশ্মীর ও গোকুলাম কেরালা এফসির মধ্যে যথেষ্ট প্রতিযোগিতা থাকলেও তারা সবুজ মেরুন তরীর ধারেকাছে পৌঁছাতে পারেনি।
আজ সন্ধ্যায় রয়েছে ডার্বি। একদিকে ব্রিগেড, অন্য দিকে ডার্বি। রাজনৈতিক কর্ম সূচি ফুটবল প্রেমে ভাটা ফেলতে পারেনি। রবিবার সকাল থেকে দুই দলের সমর্থকদের মধ্যে বড় ম্যাচ নিয়ে উত্তেজনা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আই লিগ জয়ের স্মৃতিচারণ করছেন মোহনবাগান সমর্থকরা।
এবারেও দেশের সেরা ফুটবল ট্রফি জিততে পারে সবুজ মেরুন শিবির। ইন্ডিয়ান সুপার লিগ জয়ের পুরো সম্ভবনা রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে। মরসুমের মাঝপথে ট্রফি জয়ের পথ কঠিন মনে হলেও কোচ বদল হওয়ার পর আবার ছুটতে শুরু করেছে মোহন তরী। শিল্ড জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে প্লে অফের জন্য কোয়ালিফাই করেছে বাগান। আইএসএল সেরা ট্রফি জিতে ইতিহাসের পাতায় নাম তুলতে চাইবে মোহনবাগান সুপার জায়ান্ট।