চলতি আইপিএল সিরিজে তাঁকে নিয়ে প্রচুর চর্চা হয়েছে। ফাস্ট বোলিংয়ে নতুন সেনসেশন উমরান মালিক (Umran Malik) শীঘ্রই জাতীয় দলে জায়গা পেতে চলেছেন, তা নিয়ে চর্চাও ছিল। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ টি টি-টোয়েন্টি সিরিজে ঠাঁই হয়েছে হায়দ্রাবাদের ধুরন্ধর পেস বোলারের। তাতে বেজায় উচ্ছ্বাসিত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ৷
জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা এই পেস বোলারের নয়া কীর্তিতে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। আগামী দিনে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রত্যেকটি ম্যাচ দেখবেন বলেও জানিয়েছেন তিনি।
চলতি আইপিএলে হায়দ্রাবাদের এই তরুণ তুর্কিকে সমালোচনার ঝড় বয়ে গেছে। প্রত্যেকটি ম্যাচে ভারতীয় ফাস্ট বোলিংয়ে নজির গড়েছে উমরান মালিক। শুধুমাত্র পেস নয়, তাঁর বোলিংয়ের পারদর্শিতার কারণে সুনাম অর্জন করেন উমরান। যার ফলে বিপক্ষে থাকা ব্যাটসম্যানকে কাবু করেছেন সহজেই।
১৩ ম্যাচে ২১ টি উইকেট পাওয়া কাশ্মীরি তারকাকে নিয়ে রাজনৈতিক নেতারাও আলোচনা করেছেন। জাতীয় দলে উমরানকে জায়িগা দেওয়ার জন্য আর্জি জানিয়েছে৷ পি চিদম্বরম এবং শশী থারুর। আগামী সিরিজে যশপ্রিত বুমরাহের পরিবর্তে তিনিই হতে পারেন ভারতের প্রধান অস্ত্র।