ISL: বুধবার থেকে মিলবে কলকাতা ডার্বির অফলাইন টিকিট, কিন্তু কতক্ষন?

ISL Kolkata Derby

এখন হাতে আর কয়েকটা দিন। তারপরই শুরু হবে আইএসএলের ( ISL) দ্বিতীয় লেগ। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়েন্টস। যা নিয়ে অনেক আগে থেকে উন্মাদনা দেখা দিয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে। উল্লেখ্য, গত সুপার কাপের ডার্বিতে বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল মোহনবাগান ব্রিগেডকে। এখন বলতে গেলে বদলা লড়াই তাদের কাছে।

Advertisements

অন্যদিকে, জয়ের ধারা বজায় রাখার লড়াই লাল-হলুদের। আগামী ৩ তারিখ সেই বহু প্রতীক্ষিত ম্যাচ। যেদিকে তাকিয়ে আপামর ফুটবলপ্রেমী মানুষ। এই ম্যাচ জিতলেই ফের ছন্দে ফিরবে দল। যা পরবর্তীতে বাড়তি অক্সিজেন দেবে খেতাব জয়ের ক্ষেত্রে। তাই নিজের সবটা উজাড় করে দিয়ে জয় পেতে মরিয়া দুই প্রধান। ‌

গত সুপার কাপ জয়ের পর দিন কয়েক ফুটবলারদের ছুটি দিয়েছিলেন কুয়াদ্রাত। অন্যদিকে, হাবাসের তত্ত্বাবধানে জোরকদমে অনুশীলন চালাচ্ছে মোহনবাগান। বিদেশি ফুটবলারদের থেকে শুরু করে দেশীয় ফুটবলারদেরও ঘাম ঝরাতে দেখা যায় সমান ভাবে। যেকোনো মূল্যেই এই ডার্বি জিততে চাইছে মোহনবাগান তা কিন্তু পরিষ্কার।

Advertisements

এছাড়াও ঐচ্ছিক অনুশীলন করানো হয় দলকে। কিয়ান নাসিরি থেকে শুরু করে রাজ বাঁশফোর হোক কিংবা রবি রানা। সকলেই অনুশীলন করছেন কোচের অধীনে। এবার মাঠে নেমে লড়াই করার অপেক্ষা। কিন্তু প্রশ্ন ছিল অনলাইনে এরপর ঠিক কবে থেকে মিলবে ম্যাচের অফলাইন টিকিট? সেই নিয়ে উঠে আসলো এবার নয়া তথ্য।

বুধবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দুই প্রধানের ক্লাব টেন্টেই মিলবে এই ডার্বি ম্যাচের টিকিট। এছাড়াও অনলাইন টিকিট রিডিম করা যাবে যুবভারতীর বক্স অফিস থেকে। এক্ষেত্রে সবুজ-মেরুন সমর্থকদের জন্য বরাদ্দ করা হয়েছে ২ ও ৪ নম্বর গেট। অন্যদিকে লাল-হলুদ সমর্থকদের জন্য বরাদ্দ করা হয়েছে এক নম্বর গেট।